পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে দাঁত ভেঙে জখম

আহত সুজন সরদার (৪৮)

আহত সুজন সরদার (৪৮)

পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে সুজন সরদার (৪৮) নামে এক ব্যক্তির দাঁত ভেঙে গুরুতর জখমের ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে। আহতের ভাই সোলাদানা ইউনিয়নের পশ্চিম কাইনমুখি'র ফুলচাঁদ সরদারের ছেলে মনোরঞ্জন সরদার বাদী হয়ে থানায় এজাহারটি দাখিল করেছেন। 

যার আসামী করা হয়েছে পূর্ব গজালিয়া হাল সাং পশ্চিম কাইনমুখী সন্ন্যাসী মন্ডলের ছেলে দিলীপ মন্ডল (৪০) ও গফুর সরদারের ছেলে বাদশা (৩৮) সহ ৩ জন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত সুজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 
 
জানাগেছে, বিবাদমান  দু'পরিবারের মধ্যে জমি'র ভাগ বন্টন নিয়ে বিরোধ চলছিল। জমি পরিমাপ করে বিষয়টি সমাধানের জন্য ১৪ মার্চ বৃহস্পতিবার সকালে দু'পক্ষের কাগজপত্র নিয়ে কথা-বার্তা চলচ্ছিল। এ বিষয়ে এজাহারের বাদী মনোরঞ্জন সরদার জানান, প্রতিপক্ষ দিলীপ-উর্মী দম্পতিরা পরিকল্পিত ভাবে  কাগজপত্র দেখার কথা বলে তাদের ভিটেবাড়ীতে ডেকে নিয়ে ভাই সুজনকে বেধড়ক মারপিট করে মুখের দাঁত ভেঙ্গে দেয়। তিনি অভিযোগ করেন এ ঘটনা ভিন্নখাতে নিতে দিলীপ হাসপাতালে ভর্তি হয়ে উল্টো মামলার হুমকি দিচ্ছে।  এদিকে চিকিৎসাধীন সুজন সরদার অভিযোগ করেন কাগজ-পত্র নিয়ে দেখা-দেখির সময় তর্ক-বিতর্ক শুরু হলে বাদশা ও দিলীপ দা-লাঠি নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালায়। 

এক পর্যায়ে শাবল দিয়ে আমার মুখে সজোরে আঘাত করলে সামনের  দাঁত ভেঙে জখম হলে অজ্ঞান হয়ে পড়ি। এ ঘটনায়  স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি এজাহার দাখিল হয়েছে  যা আইনী প্রক্রিয়া চলছে।

   


পাঠকের মন্তব্য