জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে

 সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান

সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, 'জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে স্মার্ট গভর্ণ্যান্স, স্মার্ট কমিউনিটি চর্চার মাধ্যমে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্য ও বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।' 

সেজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা'র সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশে সকল ধর্মের মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণ ভাবে যার-যার ধর্মীয় উৎসব পালন করছেন।  তিনি শুক্রবার বিকেলে উপজেলার গদাইপুরের মঠবাটিতে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রাম প্রাঙ্গণে ১১১তম উপজেলা কেন্দ্রীয় মহা নামযজ্ঞের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি আরোও বলেন, ৭১'র মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে সকল ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষের বসবাসের সমান অধিকার আছে এবং সেটা থাকবে। মাঝে মধ্যে দেশ বিরোধী মৌলবাদী অপশক্তি নানান অজুহাতে দেশে বিশৃঙ্খলার পাঁয়তারা করেন। কিন্তু প্রশাসনর তৎপরতা  ও সচেতন মানুষ সজাগ থাকায় তাদের সে উদেশ্য সফল হয় না। এজন্য সকলের চেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ  বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এমপি আরোও বলেন, দেশের শান্তি ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। 

মহানামযজ্ঞ উদযাপন কমিটি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ সাধু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল আলম, উপজেলা কমিটির সেক্রেটারি শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী। শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অমীম রায় চৌধুরী ও সম্পাদক প্রশান্ত রায়ের  সঞ্চালরায় বক্তৃতা করেন, উপজেলা পূজা পরিষদ নেতা প্রাণ কৃষ্ণ দাশ, কৃষ্ণ পদ মন্ডল, সাবেক  অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, পৌর ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরদার, পৌর সভাপতি বাবুরাম মন্ডল ও সম্পাদক জগদীশ রায়, উপাধ্যক্ষ উৎপল বাইন, সাবেক অধ্যাপক সুধাংশু মন্ডল, বিরিঞ্চি লাল মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি, সরকার, প্রকাশ ঘোষ, নির্মল অধিকারী, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, প্রভাষক স্বপন ঘোষ, অব. ব্যাংকার প্রজিৎ কুমার রায়, দুলাল বিশ্বাস, প্রধান শিক্ষিকা অনিতা রাণী মন্ডল, সন্তোষ সরকার, রেনুকা বাছাড়, উত্তম দাশ, অশোক ঘোষ, শান্তি লতা, পিযুষ সাধু, জগন্নাথ দেবনাথ, সুকুমার, মিলন রায় চৌধুরী, মানিক ভদ্র, পরেশ মন্ডল, শফিকুল ইসলাম, পার্থপ্রতীম , ফাইমিন সহ অনেকে।

   


পাঠকের মন্তব্য