দেওয়ানগঞ্জে সম্পত্তি জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ 

দেওয়ানগঞ্জে পৈতিক সম্পত্তি জোরপূর্বক জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ

দেওয়ানগঞ্জে পৈতিক সম্পত্তি জোরপূর্বক জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ

জামালপুরের দেওয়ানগঞ্জে পৈতিক সম্পত্তি জোরপূর্বক জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর মোয়ামারী বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। প্রথমে উত্তর মোয়ামারী বাজারের মাঝামাঝি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ওই বাজার প্রদক্ষিণ করে পরে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে রেকর্ডিও সম্পত্তির মালিক সালেহা বেগম বলেন, পৈতিক সূত্রে তিনি পাররামরামপুর মৌজার ২০৬০ খতিয়ানভূক্ত ৭৪৫ নম্বর দাগে ৪৯.৫৮ শতক জমির বৈধমালিকানা পেয়েছেন। যার অবস্থান উত্তর মোয়ামারী বাজারের মাঝামাঝিতে। সে জমি তিনি অন্তত ২০ বছর থেকে ভোগদখল করে আসছেন। ২০১৩ সাল থেকে ওই জমি খাজনা পরিশোধসহ  জমাখারিজ পরচা ও বিভিন্ন দলিল দস্তাবেজ তার কাছে সংরক্ষিত রয়েছে। বিরোধপূর্ণ ওই জমির অর্ধাংশ দোকান উঠিয়ে ভাড়ায় খাটাচ্ছেন তিনি। বাকি অর্ধেক জমি খালি থাকলেও সে জমিতে স্থায়ীভাবে দোকানঘর নির্মাণের পরিকল্পনা চলছিল। সে জমির খালি অংশ সুমন মিয়া, মিজানুর, মিলন, মনিরুল, মইনুল তার লোকজন বিভিন্ন সময় জবর দখলের পাঁয়তারা করে এবং বিরোধপূর্ণ জমি সংক্রান্ত বিষয়ে মামলা চলমান থাকা অবস্থায় গত ১১ মার্চ হঠাৎ করে তারা রাতের আঁধারে ঘর নির্মাণ করে। 

পাররামরামপুর ইউপি সদস্য ওমর ফারুক বলেন বিরোধপূর্ণ ওই জমিতে নির্মিত দোকানঘর আমি দীর্ঘ দিন থেকে ভাড়া নিয়ে ওষুধের ব্যবসা করছি। এতো দিনে শুনছি জমির মালিক সালেহা নন। অথচ তার নামে রেকর্ড আছে নামজারি আছে। সে জমির তিনি নিয়মিত খাজনা পরিশোধও করছেন।

সমাবেশে বক্তব্য রাখেন সালেহা বেগম, পাররামরামপুর ইউপি সদস্য ওমর ফারুক, জাহিদুল ইসলাম, মাহালম, সুজন মিয়া, নজরুল মীর, খোকা মিয়া প্রমূখ।  

অভিযুক্ত সুমন মিয়া বলেন, পাররামরামপুর মৌজার ২০৬০ খতিয়ানভূক্ত ৭৪৫ নম্বর দাগের যে অংশে আমি ঘর উঠিয়েছি সে জমি আমরা পৈতিকসূত্রে পেয়েছি। ওই জমির 

   


পাঠকের মন্তব্য