ফরিদপুরে দিনে দুপুরে ২৫ ভরি স্বর্ণালংকার চুরি

দুপুুরে চুরির ঘটনা

দুপুুরে চুরির ঘটনা

ফরিদপুর পৌর এলাকার ২৩ নং ওয়ার্ডের ১নং হাবেলী গোপালপুরের মৃত সালাম মন্ডলের বাড়িতে গত ২৩ মার্চ দুপুুরে চুরির ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ি থেকে ২৬ লক্ষ টাকার বেশী মালামাল চুরি হয়েছে মর্মে থানায় এজাহার দায়ের করেছেন ওই বাড়ির বড় ছেলে গোলম রব্বানী। 

এজাহার সুত্রে জানা যায়, ২৩ মার্চ দুপুর ১২ টার দিকে তার মা রোকেয়া বেগম বাসা থেকে বের হয়ে মার্কেট থেকে কেনা কাটা করে দুপুর ২.৩০ টার দিকে বাড়ি ফিরে মেইন গেটের তালা খুলে ভেতরে প্রবাশ করতে গেলে গেট ভেতর থেকে আটকানো দেখতে পান। তখন তার মা আশপাশের লোকজনের সহায়তায় গেইট খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পান ঘরের মেইন দরজার তালা ভাঙ্গা, ০২টি স্টীলের আলমারীর লক ভাঙ্গা এবং মালামাল এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পরে আছে। ০২টি স্টীলের আলমারীতে থাকা নগদ এক লক্ষ টাকা, মোট ২৫ ভরি স্বর্ণালংকার ও একটি নকিয়া এন্ড্রোয়েড ফোন চুরি হয়েছে। যার আনুমানিক মুল্য ২৬ লক্ষ ১৫ হাজার টাকা।  

এ বিষয়ে রোকেয়া বেগম জানান, কেনাকাটা করে দুপুর ২.৩০ টার দিকে বাসায় ফিরে গেটের তালা খুলে ভেতরে ঢুকতে গেলে গেট ভেতর থেকে বন্ধ পাই। তখন আমার চাচাতো দেবর ও অন্যদের সহযোগীতায় গেট খুলে বাড়ির ভেতরে ঢুকলে ঘরের দরজা খোলা দেখে আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে জ্ঞান ফিরে পাওয়ার পর বুঝতে পারি আমার সর্বনাশ হয়ে গেছে। চোরেরা আমাকে সর্বশান্ত করে গেছে। পরে থানায় জানালে পুলিশ, ডিবি, র‍‍্যাব এসেছিলো। তারা সবকিছু দেখে ছবি নিয়ে গেছে। 

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি হাসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ে এর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

   


পাঠকের মন্তব্য