সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পৃথক মামলায় অর্থ ও কারাদন্ডে দন্ডিত আসামীসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।

 জানা যায়, বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত অর্থ ও কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী হলেন- উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারী গ্রামের মৃত খন্দকার মাজেদুর রহমানের ছেলে খন্দকার শরীফ মোহাম্মদ আরিফ ওরফে ডিউক। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত পৃথক ২ মামলায় ১ বছর ৪ মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান পূর্বক গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে ঢাকাস্থ তেজগাঁওয়ের তেজকুনীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন থানা পুলিশ।

এছাড়া, বিভিন্ন স্থানে জুয়া খেলার সরঞ্জামাদীসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার পূর্বক থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। এরা হলেন- নুর মাওলা (২১), জাহাঙ্গীর মিয়া (২১), মিন্টু চন্দ্র (২৩), রায়হানুজ্জামান (২২), সুজা মিয়া (৪৫), ফয়জার রহমান (৪০), ফুল মিয়া (৪৫),  জহুরুল হক (৫০) ও ছবিজল ইসলাম (৫০)। 

থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম (পিপিএম) বলেন, সাজাপ্রাপ্ত আসামী শরীফ মোহাম্মদ আরিফ ডিউকের অনুপস্থিতিতে পৃ্থক মামলায় পৃথক বিজ্ঞ আদালত অর্থ ও করাদন্ডাদেশ প্রদান করেন। তখন থেকে দন্ডিত আসামী পলাতক ছিল। আর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রুজু করে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।

   


পাঠকের মন্তব্য