নবীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত এস আই; ৮জন গ্রেফতার 

পুলিশ অফিসার এসআই অনিক পালকে কুপিয়ে গুরুতর আহত

পুলিশ অফিসার এসআই অনিক পালকে কুপিয়ে গুরুতর আহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ০৪নং দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর গ্রামের একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির কর্মরত পুলিশ অফিসার এসআই অনিক পালকে কুপিয়ে গুরুতর আহত করে।

ঘটনাটির খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর দিকনির্দেশনায় ও এসআই বিজয় দেবনাথ, এএসআই বদরুল হাসান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ অফিসার কে উদ্ধার করে নিয়ে আসেন, এবং হামলায় জড়িত ০৮জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এসআই উপর হামলার গ্রেফতারকৃত আসামীরা হলেন : ইনাতগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের মৃত সাইফ উল্লা ছেলে জিতু মিয়া (৩৮), ছায়েদ মিয়া ছেলে ঝুলন মিয়া (২২), মো: সমছু মিয়া ছেলে মো: আকিকুর রহমান (২২),মৃত মহিব উল্লা ছেলে মোঃ মাহমুদ মিয়া (২৮),-মৃত তছর উদ্দিন শরীফ উদ্দিন (২৩), মোঃ সমছু মিয়া ছেলে,মোঃ এমদাদুর রহমান (১৯), মোঃ লেচু মিয়া ছেলে মোঃ ইব্রাহিম মিয়া (২৫), মৃত আব্দুল জলিল ছেলে মোঃ লায়েক মিয়া (৩২)। ৮জন কে গ্রেফতার করে নিয়ে আসেন নবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় গত ২৮ (মার্চ) বৃহস্পতিবার রাত ০৩টার সময়, ঐ গ্রামের একটি সংঘর্ষের খবর আসে এসআই অনিক পালের কাছে, তখন তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে অভিযুক্তরা উনাকে বাধা প্রদান করে, কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা এস আই অনিক পালের উপরে হামলার ঘটনাটি ঘটায়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মাসুক আলী তিনি বলেন,আহত এসআই অনিক পাল নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানা আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করেন, পরে ২৯ মার্চ শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে হবিগঞ্জ  কারাগারে পাঠানো হয়েছে।

   


পাঠকের মন্তব্য