যে আকুতি মিনতি ছিল পুরোটাই সাজানো এবং র্পূব-পরিকল্পিতি

 ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক

ঠাকুরগাঁও জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য কর্তৃক ট্রাফিক আইনে রেজিস্ট্রেশন ও হেলমেট বিহীন মোটরসাইকেলের জরিমানা বিষয়ক ঘটনাকে কেন্দ্র করে মিডিয়ায় প্রচারিত ভিডিওর বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ।

০২ এপ্রিল (মঙ্গলবার) সকালে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ৩১/০৩/২০২৪ খ্রি. আনুমানিক ১৩:০০ ঘটিকায় কালিবাড়ি টিউবওয়েল কর্ণার নামক স্থানে টিআই মোঃ আমজাদ হোসেন এর নেতৃত্বে সার্জেন্ট,মোঃ মাসুদ হাসান ও এটিএসআই  মোঃ মোকছেদুজ্জামানসহ অন্যান্য সঙ্গীয় ফোর্স চেকপোষ্ট এর কার্যক্রম পরিচালনাকালে জনৈক ব্যাক্তির হেলমেট ও মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দায়িত্বরত ট্র্যাফিক পুলিশ উক্ত ব্যক্তিকে ট্রাফিক আইনে বিধি মোতাবেক জরিমানা করেন। 

পরবর্তীতে উক্ত মোটরসাইকেল চালক আনুমানিক ১৫/২০ মিনিট পর অন্য এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসে দায়িত্বরত ট্র্যাফিক পুলিশকে জেরা করে এবং গোপনে ভিডিও ধারণ করতে থাকে। ভিডিওতে জনৈক ব্যক্তি কৌশলে ট্র্যাফিক আইন অমান্যকারী ব্যক্তির দ্বারা টিআই মোঃ আমজাদ হোসেন এর পা ধরে মায়ের চিকিৎসার জন্য ঔষধ ক্রয় করার জন্য যাচ্ছিলেন বলে অনুনয় বিনয় করার মতো পরিস্থিতি তৈরী করে যা পুরোটাই ছিল সাজানো এবং পূর্বপরিকল্পিত।এসময় জনৈক ব্যক্তি ডাক্তার কর্তৃক তার মায়ের চিকিৎসা ব্যবস্থাপত্র দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ব্যক্তির ধারণকৃত ভিডিওর অংশবিশেষ শেয়ার করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে প্রকৃতপক্ষে যা ছিল উদ্দেশ্যে প্রনোদিত ও বানোয়াট। 

ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মোটরসাইকেল চালক তার মায়ের ঔষধ ক্রয় করার জন্য মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন মর্মে প্রচারিত সংবাদটি সঠিক নয়।

পুলিশকে জনগণের চোখে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট এবং উদ্দেশ্যমূলকভাবে নাটক সাজিয়ে এটি প্রচার করা হচ্ছে। এটি শুধু পুলিশের বিরুদ্ধে জনমনে বিরূপ মনোভাব প্রচারের অপচেষ্টা মাত্র। তাই জনসাধারণকে এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

সম্পূর্ণ ঘটনাটি সকলের না জানার কারণে জনগণের পুলিশের প্রতি জনগণের ভুল ধারণা সৃষ্টি হচ্ছে। আপনারা সকলে আইন মান্য করবেন। অসৎ চক্র এবং অসাধু লোকদের থেকে সাবধানতা অবলম্বন করবেন। ঠাকুরগাঁও জেলার ট্রাফিক বিভাগ জেলার ট্রাফিক ব্যবস্থাপনা এবং অবৈধ যানবাহন চিহ্নিত করে যথাযথ আইগত ব্যবস্থা গ্রহণে তৎপর। এছাড়াও ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্দি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

   


পাঠকের মন্তব্য