পাইকগাছায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

সংসদ সদস্য মো. রশীদুজ্জামান

সংসদ সদস্য মো. রশীদুজ্জামান

মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, বৈশাখী মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মধ্য দিয়ে পাইকগাছায় বাংলা নববর্ষ উদ্‌যাপিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। 

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে এসে শেষ হয়। এ শোভাযাত্রায় ব্যক্তি, পরিবার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা অংশ নেন। এর পূর্বে বেলুন উড়িয়ে বাংলা নববর্ষের উদ্বোধন, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও ওসি মো. ওবাইদুর রহমান। কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ এবং সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক অফিসার শাহজাহান আলী শেখ, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও উৎপল বাইন,পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী শিক্ষা অফিসার ঝংকার ঢালী, প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন,সেলিম আক্তার,অনিতা রাণী মন্ডল, ক্ষেত্র সহকারী রনধীর সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, প্রমুখ।

   


পাঠকের মন্তব্য