পিএমখালীতে সরকারি জায়গায় বাজার সেট স্হাপনের উদ্যোগ  

ব্যক্তিমালিকানাধীন মার্কেট নয়,সরকারি জায়গায় হাট বাজার বসানো হবে

ব্যক্তিমালিকানাধীন মার্কেট নয়,সরকারি জায়গায় হাট বাজার বসানো হবে

কক্সবাজার সদরের পিএমখালীর ঐতিহ্যবাহী মাছুয়াখালী এলাকার নুর মোহাম্মদ চৌধুরী বাজার। হাট বাজারটি উপজেলা প্রশাসনের ইজারার আওতাধীন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের দু'পাশে হাটবাজার বসার কারণে গাড়ি ও পথচারী চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

জানা যায়, ক্রেতা বিক্রেতাসহ স্হানীয়দের সুবিধার্থে নুর মোহাম্মদ চৌধুরী বাজারের হাট বাজারটি রাস্তা থেকে সরিয়ে স্হায়ী একটি বাজার সেট তৈরীর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।  ইতোমধ্যে সরকারি জায়গায় একটি পরিত্যক্ত ভবন ভেঙে বাজার সেট স্হাপনের প্রস্তুতি চলছে।এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্হান পরিদর্শনও করা হয়েছে। 

আরও জানা যায়, পিএমখালীর বর্তমান ইউনিয়ন পরিষদ স্থাপিত হওয়ার পূর্বে নুর মোহাম্মদ চৌধুরী বাজারে সরকারি জায়গায় একটি ইউনিয়ন পরিষদ ভবন ছিল।এই ভবনে বসে তখনকার জনপ্রতিনিধিরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে আসছিল।পিএমখালীর বর্তমান ইউনিয়ন পরিষদ ভবন যখন স্থাপিত হয় তখন নুর মোহাম্মদ চৌধুরী বাজার থেকে ইউনিয়ন পরিষদ বর্তমান ভবনে নিয়ে আসা হয়।তার পর থেকে ভবনটিতে ইউনিয়ন পরিষদের মালামাল রাখার জন্য ব্যবহার করা হতো।

স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবীণ মুরব্বিরা বলেন,এটি পিএমখালীর পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন ছিল।এই ভবনে বসে তখনকার জনপ্রতিনিধিরা সরকারি কার্যক্রম সহ বিচার শালিস পরিচালনা করতো।নতুন ইউনিয়ন পরিষদ ভবন হওয়ার পর থেকে ভবনটি সরকারি মালামাল রাখতো।

উপজেলা প্রশাসন পরিত্যক্ত ভবনটি ভেঙে  বাজার সেট করা হচ্ছে এমন প্রশ্ন করা হলে তারা বলেন,দীর্ঘদিন ধরে রাস্তার পাশে হাট বাজার বসার কারণে ক্রেতা বিক্রেতা সহ স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তা থেকে হাট বাজারটি সরিয়ে ওই স্হানে নেয়া হলে স্হানীয়রা উপকৃত হবে।আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। 

পিএমখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ বলেন,নুর মোহাম্মদ চৌধুরী বাজারের পরিত্যক্ত ভবনটি ইউনিয়ন পরিষদের নিজস্ব সম্পত্তি। তখনকার যারা চেয়ারম্যান ছিল তারা এই ভবনে বসে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাতো।নুরুল আমিন চেয়ারম্যান এর আমলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম নতুন ভবনে নিয়ে আসার পর ওই ভবনটি পরিত্যক্ত ছিল। এই সুযোগে কিছু লোক ভবনটি দখলে নিয়ে দোকান করে আসছিল। নুর মোহাম্মদ চৌধুরী বাজারের হাট বাজার রাস্তার পাশে বসার কারণে স্হানীয়দের ভোগান্তি হচ্ছে। তাই স্হানীয়দের সুবিধার্থে দখলকারীদের উচ্ছেদ করে উপজেলা প্রশাসন পরিত্যক্ত ভবনটি ভেঙে একটি বাজার সেট তৈরির উদ্যোগ নিয়েছে। এরি প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের নির্দেশনায় সংস্কার কাজ চালানো হচ্ছে। এখানে কারো ব্যক্তি মালিকানাধীন মার্কেট নির্মাণ করা হচ্ছে না।এটি সরকারি সম্পত্তি এবং সরকারের নির্দেশনায় এই কার্যক্রম চলছে। 

   


পাঠকের মন্তব্য