পরিষদ আছে নেই কর্মকর্তা কর্মচারি,নামানো হয়েছে জাতীয় পতাকা 

ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়ন

ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়ন

ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়ন পরিষদে নির্ধারিত অফিস সময়ের আগেই চলে যায় সচিব,হিসাব সহকারি,নামিয়ে ফেলা হয় জাতীয় পতাকা। সেবাগ্রহিতারা জানান, পরিষদে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় কখনো স্যার থাকেনা কখনো সর্ভারের সমস্যা;সেবা না পেয়ে বাড়ি চলে যেতে হয়।

বৃহষ্প্রতিবার,সরেজমিনে ইউনিয়ন পরিষদ ঘুরে এমন চিত্র দেখা যায়।

ইউ.পি সচিব মো: হাসানুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন,গ্রাম পুলিশ এমন করে ফেলছে; ছোট মানুষ ।আমি যখন ছিলাম তখন পতাকা ছিল,আমি বের হওয়ার পর যদি পতাকা না থাকে তার লায়বেল কি আমি হবো। অফিস সময়ে না থাকার কথা জানতে চাইলে তিনি বলেন গ্রাম পুলিশতো ছিল আমার গ্রাম পুলিশ যদি এ কাজ করে আমি কি “আলেমুল গায়েব”। অপনি রিপোর্ট করলে করেন ;আমার কতৃপক্ষকে রিপোর্ট করেন বলে চলে জান।

অফিস সময়ে পাওয়া যায়নি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোছাঃ আফসানা আক্তার লাবনীকে। এ বিষয়ে ১০ নং জামালপুর ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান এস এম মুসতাক বলেন,হতে পারে সে সময় চোকিদার চলে গেছে পরে ফের কে নামাবে তাই, কিন্তু ৩ টার মধ্যে তো তাদের পরিষদে থাকার কথা আর এত তারাতারি পতাকা নামানোর কথা না। 

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সাথে কথা হলে তিনি বলেন ,আমি আপনার মাধ্যমে বিষয়টি জানলাম এ বষিয়ে ব্যাবস্থা গ্রহন করা হবে ।

   


পাঠকের মন্তব্য