মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ আটক ১ 

ভারতীয় মদসহ রফিকুল ইসলাম (৩০) আটক

ভারতীয় মদসহ রফিকুল ইসলাম (৩০) আটক

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ রফিকুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। রবিবার মধ্যরাতে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার ও ওসি মোহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে এসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোবড়াকুড়া এলাকা থেকে মাদক পাচারে বতবহৃত একটি এম্বুলেন্সসহ তাকে আটক করে।

আটক রফিকুল ইসলাম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র।এ ঘটনায় হালুয়াঘাট থানায় তিনজনকে এজাহার নামীয় আসামী করে মাদক আইনে মামলা (মামলা নং-১৫, তারিখ ২২-০৪-২৪) দায়ের করেন পুলিশের এস আই আলাউদ্দিন।

অন্যান্য আসামীরা হল হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া শাপলা বাজার এলাকার আনোয়ার হোসেন (৪০) ও গোবড়াকুড়া কয়লা ডিপু এলাকার বাবুল মিয়া (৪৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোবড়াকুড়ার গ্রিন ভিউ কিন্ডার গার্টেন স্কুলের সন্মুখ থেকে মাদকসহ মাদক পাচারে ব্যবহৃত এম্বুলেন্স (হায়েস-গাড়ী নং ঢাকা মেট্রো ছ-৭১৪০৬৫) গাড়িটিও জব্ধ করা হয়। পুলিশ জানায়, আটকৃত মাদকের আনুমানিক মুল্য তিন লক্ষ পঁচিশ হাজার টাকা।

এ ঘটনায় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক ভারতীয় মাদক আটকের সত্যটা জানিয়ে বলেন, আতটককৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদেরকেও আটক করার চেষ্টা চলছে।

 

   


পাঠকের মন্তব্য