মোরেলগঞ্জে বিকল্প কর্মসংস্থানে ৯ ভিক্ষুককে ছাগল প্রদান

সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ

সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ভিক্ষুকদের পূর্নবাসন কর্মসূচির আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৯ ভিক্ষুক পরিবার পেলেন ছাগল। মঙ্গলবার দুপুরে উপজেলার সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভিক্ষুকদের মাঝে এ সহায়ক উপকরণ বিতরণ আনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, যুবলীগ নেতা মো. হাসিব খান, মো. রাসেল হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯ জন ভিক্ষুকের মাঝে ১টি করে ছাগল বিতরণ করা হয়।

   


পাঠকের মন্তব্য