পাইকগাছায় প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

পাইকগাছায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র

পাইকগাছায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র

প্রতীক বরাদ্দের দ্বিতীয় দিনেও পাইকগাছায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের স্ব স্ব কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করেছেন।

উপজেলা জুড়ে শুরু হয়েছে মাইকিং, গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা ও ঘরোয়া বৈঠক অংশ নিচ্ছে। ছুটে চলেছে উপজেলার এপ্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে চিংড়ি প্রতীকের প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস এর গনসংযোগ। তিনি খুলনা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে থেকে প্রতীক নিয়ে উপজেলার কাশেমনগর সীমান্তে পৌঁছালে শত শত কর্মীসমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করতে দেখা যায়। তিনি পায়ে হেঁটে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রথমে কপিলমুনি জাফর আউলিয়ার মাজার জিয়ারত এবং পরবর্তীতে কপিলেশ্বরী কালী মন্দিরে প্রার্থনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।  

এসময়ে তিনি কপিলমুনি, হরিঢালী ও লতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ, লিফলেট বিতরণ, ঘরোয়া বৈঠক ও মতবিনিময় সভা করেন। তার মোটর সাইকেলের বিশাল বহর ছিল চোখে পড়ার মতো। চেয়ারম্যান পদে "মোটর সাইকেল " প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। তিনি প্রতীক পাওয়ার পর তার পিতা-মাতা কবর ও পরবর্তী তবে কপিলমুনি জাফর আউলিয়ার মাজার জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। পরবর্তীতে তিনি রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা, কাটিপাড়া, গদাইপুর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন জায়গায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করেন বলে জানান। 

প্রত্যেক প্রার্থীদের কর্মীসমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা যায়। "আনারস" প্রতীক প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল ও দোয়াত- কলম প্রতীক প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. শেখ আবুল কালাম আজাদ কে পৌরসভার সহ বিভিন্ন স্থানে গনসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করেছেন বলে জানান। দোয়াত- কলম প্রতীক প্রার্থী আজাদ বিকেলে মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে গনসংযোগ করতে দেখা যায়। 

এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও স্ব স্ব প্রতীক নিয়ে জোরেসোড়ে ভোট প্রার্থনা করেছেন। সকল প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী। উল্লেখ্য, আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন। আর প্রতীক পেয়েই প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। 

   


পাঠকের মন্তব্য