বরণ্য আলেম আলহাজ্ব মোজাম্মেলুল হকের মৃত্যু বাষির্কী অনুষ্ঠিত 

বরণ্য আলেম আলহাজ্ব মোজাম্মেলুল হকের মৃত্যু বাষির্কী

বরণ্য আলেম আলহাজ্ব মোজাম্মেলুল হকের মৃত্যু বাষির্কী

কুড়িগ্রামের ভাগ্যাকাশে অধ্যক্ষ মোজাম্মেলুল হক ছিলেন অদ্বিতীয় চাঁদ। তার জ্ঞানের পরিধি ছিল অসিম আসমানের মতো বিস্তৃত। বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, হিন্দি ও উর্দু ভাষায় সমান পারদর্শী ছিলেন। বহু স্বর্ণালী সুযোগ তাকে হাতছানি দিয়েছিল। কিন্তু তিনি নিজ জন্মভুমি কুড়িগ্রাম ছেড়ে যাননি। এখানে থেকেই তিনি তার জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিলেন। 

আজকের যে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অবয়ব দেখা যায় তা একদিনে হয়নি। তিনি নিজ মেধা, পরিশ্রম আর ভালবাসা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি সুন্দর অবয়ব এনে দিয়েছেন। তিনি মাদ্রাসাটিকে চাকচিক্যময় করে গড়ে তুলতে গিয়ে ব্যাক্তি ও পারিবারিক জীবনের জৌলুস হারিয়ে ফেলেছিলেন। তিনি ছিলেন ত্যাগী। ভোগবিলাসী জীবন তাকে ছুঁতে পারেনি।

আজ ১৫মে কুড়িগ্রাম আলিয়া কামিল অনার্স ও মাস্টার্স মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দেশ বরণ্য আলেম আলহাজ্ব মোজাম্মেলুল হকের ১২ তম মৃত্যু বাষির্কী। 

২০১১ সালে অধ্যক্ষ মোজাম্মেলুল হক চাকুরী থেকে অবসর গ্রহনের প্রায় তিন বছরের মাথায় ২০১৩ সালের  ১৫ মে তিনি ইন্তেকাল করেন। কুড়িগ্রাম আলিয়া কামিল অনার্স ও মাস্টার্স মাদ্রাসার বর্তমান অধক্ষ্য মাওলানা নুর বখত তার সম্পর্কে বলেন- অধ্যক্ষ মোজাম্মেলুল হক ১৯৫০ সালের পহেলা মার্চে কুড়িগ্রামের চিলমারী উপজেলার বড় ভিটা গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার হাত ধরে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা। কুড়িগ্রামে এটিই প্রথম এমএ শিক্ষা প্রতিষ্ঠান। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সদস্য, প্রধান পরীক্ষক, প্রধান নিরীক্ষক, সিলেবাস প্রনেতা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মঞ্জুরী কমিশনের সদস্য হিসেবে দীর্ঘ সময় সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। 

এছাড়াও তিনি বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, বাংলাদেশ স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, কুড়িগ্রাম জেলা ঈমাম সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এরপাশাপাশি তিনি কুড়িগ্রাম জেলা জজ কোর্ট ঈদগাহ মাঠে একটানা ৪৮ বছর খতিব ঈমাম ছিলেন। এছাড়াও কুড়িগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রতিটি সরকারী অনুষ্ঠানে তার সরব উপস্থিতি ছিলো।

বর্ণাঢ্য জীবনের অধিকারী অধক্ষ মোজাম্মেলুল হকের ১২ তম মৃত্যু বার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে কুড়িগ্রামসহ গোটা দেশের আলেম সমাজ।

   


পাঠকের মন্তব্য