হালুয়াঘাটে শিক্ষার্থীকে শ্লীলতাহানি; প্রধান শিক্ষক আটক 

হাফেজ আমিনুল ইসলামের ছেলে মোঃ গাফফার

হাফেজ আমিনুল ইসলামের ছেলে মোঃ গাফফার

ময়মনসিংহের হালুয়াঘাট মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

গত (৯ মে) বৃহস্পতিবার  গাজিরভিটা ইউনিয়নের কচুয়াকুড়া গ্রামে ফজিলাতুন্নেছা কাওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান  শিক্ষক গাজিরভিটা ইউনিয়নের সূর্যপুর গ্রামের হাফেজ আমিনুল ইসলামের ছেলে মোঃ গাফফার (৩০)। 

এ ঘটনায় (১৫মে ) বুধবার মেয়ের দাদা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা রুজু করে শিক্ষককে আটক করে আদালতে প্রেরণ করে।

অভিযোগ সূত্রে জানাযায়,প্রতিদিনের ন্যায় শিক্ষার্থী গত (৯মে) বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় আসে এবং পাঠদান শেষে রাত সারে আটটার সময় শিক্ষার্থী বাসায় যাওয়ার সময় শিক্ষার্থীকে বাসায় এগিয়ে দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক গাফফার মাদ্রাসা থেকে ভের হয়ে মাদ্রাসার সামনে অশালীন আচরণ করার পাশাপাশি শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে পর্শ করে এবং বিভিন্ন ধরনের বাজে কু—প্রস্তাব দেন এতে শিক্ষার্থী রাজি না হওয়ায় শিক্ষক জোর জবরদস্তি ও ভয় ভীতি প্রয়োগ করে।এঘটনায় শিক্ষার্থী বাসায় গিয়ে তার পরিবারকে জানালে শিক্ষার্থীর দাদা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে । 

   


পাঠকের মন্তব্য