ট্যুরিস্ট পুলিশের অভিযান ছিনতাইকারী সহ আটক ৮

ট্যুরিস্ট পুলিশ হোটেল মোটেল জোন

ট্যুরিস্ট পুলিশ হোটেল মোটেল জোন

পর্যটন জোন থেকে অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে সাড়াশি অভিযান শুরু করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।চলমান অভিযানে ট্যুরিস্ট পুলিশ হোটেল মোটেল জোন থেকে ৭ জন ছিনতাইকারী সহ একজন শিশু বলাৎকারকারীকে আটক করা হয়েছে। 

গতকাল (১৬ মে) রাত ১২ টায় পর্যটন জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আটককৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এই ৪ ছিনতাইকারীর একজন সাথে একজন অটোরিকশা চালকও ছিল।পরে তাকেও আটক করা হয়েছে। 

একই রাত সাড়ে ২টার দিকে ছুরি ও রড নিয়ে ছিনতাইয়ের সময় আরও দুই ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।  এদিকে হোটেল জোনে রেস্তোরাঁ মালিক কর্তৃক এক শিশুকে বলাৎকারের দায়ে ট্যুরিস্ট পুলিশ কলাতলী থেকে রেস্তোরাঁ মালিক রফিক'কে আটক করে সদর মডেল থানায় সোপর্দ করে। 

আটক ছিনতাইকারীরা হলেন,কক্সবাজার পৌরসভার দক্ষিণ ঘোনারপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে মো:নুর ওরফে পেঠান,পাহাড়তলীর ইছুলুঘোনার ইমাম হোসেন এর ছেলে মো:শিহাব উদ্দিন, মহেশখালী উপজেলার দক্ষিণ নরভিলা এলাকার কবির আহমদ এর ছেলে জাহাঙ্গীর আলম, মহেশখালীর সিকদারপাড়ার বেলাল আহমদ এর ছেলে শাহেদ আহমদ, একই এলাকার মাহবুব আলম এর ছেলে তোফাজ্জল হাসনাত রনি, মহেশখালীর ৪ নং ওয়ার্ডের থানাপাড়ার মনির আহমদ এর ছেলে মজিবুর রহমান,কক্সবাজার সদরের দরিয়ানগর বড়ছড়া এলাকার আক্তার কামাল এর ছেলে মোঃ উসমান ওরফে সবুজ।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন,ট্যুরিস্ট পুলিশ পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৭ জন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে।এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।সেই সাথে একজন'কে শিশু বলাৎকারের অভিযোগে আটক করা হয়েছে। পর্যটন জোনে কোন অপরাধীর স্হান হবে না।অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

   


পাঠকের মন্তব্য