পাইকগাছায় প্রশিক্ষণ ও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

সংসদ সদস্য মো. রশীদুজ্জামান

সংসদ সদস্য মো. রশীদুজ্জামান

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকিরণ শীর্ষক প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার দুই জন উপকার ভোগী কৃষকদের মাঝে একটি ধানের চারা রোপণ যন্ত্র ও একটি পাউয়ার স্প্রেয়ার মেশিন বিতরণ করেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা)'র সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ এর সঞ্চালনায় বক্তৃতা করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল হুদা, সহকারী মো. শাহাজাহান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাস, উপ সহকারী সরাজ উদ্দীন, মো. এনামুল হক। এসময় জীবন কিশোর, পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগের মৃণাল কান্তি বাছাড়, রাফেজ উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, মুক্ত অধিকারী, পৌর সভাপতি আবির আক্তার আকাশ প্রমূখ উপস্থিত ছিলেন। 

পরবর্তীতে ২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণে অংশরত কৃষাণ- কৃষাণির মাঝে কৃষিকে সমৃদ্ধ করতে বর্তমান কৃষকবান্ধব শেখ হাসিনার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতার কথা বলেন। 

   


পাঠকের মন্তব্য