ভাইস চেয়ারম্যান প্রার্থী ফলাফল পরিবর্তনের অভিযোগ

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল পরিবর্তন করার অভিযোগ করেছেন এক ভাইস চেয়ারম্যান প্রার্থী। এ ঘটনায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার কর্মী-সমর্থকরা। 

বুধবার (২২ মে) বিকেলে উপজেলার শ্রুতিধর চৌধুরী মোড় এলাকায় ঘটনাটি ঘটে। পরে স্থানীয় প্রশাসন ঘটনা তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

কালীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা পরিষদ নির্বাচনে 'টিউবওয়েল' প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবির হোসেন চৌধুরী।

আবির হোসেন চৌধুরী লিখিত বক্তব্যে জানান, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে 'টিউবয়েল' প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। মঙ্গলবার রাতে ভোট গণনা শেষে সহকারী রির্টানিং কর্মকর্তার কন্ট্রোল রুম থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। সহকারী রির্টানিং কর্মকর্তা কালীগঞ্জ ইউএনও জহির ইমাম প্রচার মাইকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে 'টিউবয়েল' প্রতীকে ১২ হাজার ৮০০ ভোট পাওয়ায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবদাস কুমার রায় 'বৈদ্যুতিক বাল্প' প্রতীকে প্রাপ্ত ভোট দেখানো হয় ১২ হাজার ৭৩০টি। ঘোষিত এ ফলাফল সহকারী রির্টানিং কর্মকর্তার স্বাক্ষরিত চূড়ান্ত শিটও গণমাধ্যমকর্মীসহ উপস্থিতদের মাধ্যে ছড়িয়ে পড়ে।

ঘোষিত ফলাফলে সহকারী রির্টানিং কর্মকর্তা দাবি করেছেন, ১২ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দেবদাস কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব) এবং তার নিকটতম প্রার্থী 'টিউবওয়েল' প্রতীক পেয়েছে ১২ হাজার ৯০৫ ভোট। পূর্বের শিটে প্রাপ্ত ভোটের শতকরা হিসাব দেখানো হয় ২১ শতাংশ এবং পরের শিটে দেখানো হয় ২১.১৩ শতাংশ।

এমন খবরে আবির হোসেন চৌধুরীর কর্মী সমর্থকরা ফলাফল পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে উপজেলা পরিষদ চত্বরে তাৎক্ষনিক বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে ১৫/২০ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন এই প্রার্থী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, গতকাল অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আবির হোসেন চৌধুরী নামের এক প্রার্থীর কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করেছিলেন। ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

কালীগঞ্জ উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমামকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।  

   


পাঠকের মন্তব্য