পাইকগাছায় ৩ দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা অনুষ্ঠিত 

সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু

সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু

লবণ পানিতে বাণিজ্যিক চিংড়ি চাষ বন্ধ করে কৃষি পরিবেশের জন্য জনসচেতনতা তৈরির অংশ হিসেবে গত ২১ মে হতে ২৩ মে পর্যন্ত পাইকগাছা ভূমিহীন সংগঠন ও নিজেরা করির উদ্যোগে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

গত মঙ্গলবার থেকে লস্কর তফশীল অফিস থেকে শুরু হয়ে পারিশামারি, ছালুবুনিয়া, নুনিয়াপাড়া, আমুরকাটা, ভ্যাকটমারী, চারবান্দা, পাটনিখালী, নায়েবখালী হতে সোলাদানা বাজারে এসে শেষ হয়। লবণ পানির বিপক্ষে জনসচেতনতা সৃষ্টিতে ১১ টি স্পটে, ব্যানার, ফেস্টুন, মাইক ব্যান্ডপাটি তালে তালে পদযাত্রা এবং আলোচনা সভা, শ্লোগান, শিশু কিশোরদের অনুষ্ঠান, নাটক, সাংস্কৃতিক দলের গণসঙ্গীত, গণনাট্য, লোকজ বাউল গান পরিবেশন করা হয়। 

বৃহস্পতিবার বিকেলে সোলাদানা বাজারে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)'র সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রধান শিক্ষক ক্ষিতীশ চন্দ্র ঢালী, বীরমুক্তিযোদ্ধা আমজাদ গাজী, বলরাম বাইন, নারায়ন চন্দ্র মন্ডল, সবিতা ঢালী, রীতিকা রায়, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, ইউপি সদস্য নাসিমা খাতুন, আবুবক্কর সিদ্দিকী, প্রবীর গোলদার, শেখর ঢালী, পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগের মৃণাল কান্তি বাছাড় সহ সুধীজন। 

   


পাঠকের মন্তব্য