অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বরাদ্দ  

উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক

উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১০ জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

টিন ও চেক ক্ষতিগ্রস্তদের মাঝে তুলে দেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন বানিহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন খন্দকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ও অফিস সহকারী মো: শরিফুর রহমান প্রমূখ। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরাদ্দ কৃত অনুদান অগ্নিকাণ্ডে ১৩ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ বান ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
 
উল্লেখ গত বৃহস্পতিবার (২মে) সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামে বিদ্যুতের শর্টসার্কেট থেকে আগুন লেগে একাধিক ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫  লাক্ষ টাকা (মালামাল) ক্ষয়ক্ষতি হয়।

   


পাঠকের মন্তব্য