ইদুল আজহা উপলক্ষে জমজমাট খড়িবাড়ী পশুর হাট

খড়িবাড়ী বাজারের ইস্কুল মাঠে গরু-ছাগলের হাট

খড়িবাড়ী বাজারের ইস্কুল মাঠে গরু-ছাগলের হাট

ঈদুল আজহা কোরবানির ঈদের মধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা খড়িবাড়ী বাজারের ইস্কুল মাঠে জমে উঠেছে দেশীয় জাতের গরু-ছাগলের হাট। প্রতি সপ্তাহের শুক্রবার ফুলবাড়ী উপজেলাবাসীর সুবিধার্থে এই পশুর হাটটি পরিচালনা করা হয়। স্থানীয় এলাকাবাসীর ইজারার মাধ্যমে হাটটি পরিচালনা হয়ে আসছে। 

খড়িবাড়ী ইস্কুল মাঠের এই পশুর হাটটিতে মাত্র ১০ হাজার টাকার মধ্যে কোরবানি দেয়ার মতো একটি দেশীয় জাতের ছাগল পাওয়া যাচ্ছে। মাত্র ৭০ হাজার টাকার মধ্যে মিলছে কোরবানি দেয়ার মতো দেশীয় জাতের কাঙ্খিত গরু।

এখানে গবাদি পশুর ক্রেতা-বিক্রেতারা সাধ্যের মধ্যে কোরবানির পশু কিনতে পারছে। নওদাবস গ্রামের গরু ক্রেতা তাজুল ইসলাম   জানান  প্রতি বছরের থেকে  এবার আমি খুব সল্প দামে ভালো গরু কিনেছি,

রাবাইতারী  গ্রামের সালাম জানান আমি দুইটি গরু এনেছি একটি বিক্রি করেছি খুব ভালো দামে বিক্রি করেছি মোটামুটি লাভ হয়েছে। এছাড়া পশুর হাটটি ফুলবাড়ী  উপজেলা বড় হাট এখানে অনেক দুর দুরান্ত থেকে পশু  কেনা বেচা করতে আসে লোকজন। 

হাট ইজারাদার বেলাল হোসেন জানান আমরা পশুরহাটটি খুব সুন্দর ভাবে সাজিয়েছি কোনো প্রকার অশুিল ঘটনা যেন না হয় সে দিকে আমরা খেয়াল রেখেছি এবং রাতের জন্য আমরা লাইট এর ব্যবস্থা করেছি, মানুষ খুব সুন্দর ভাবেই পশু বেচাকেনা করতে পারছে। 

   


পাঠকের মন্তব্য