বাগেরহাটের মোরেলগঞ্জে নাগরিক সংলাপ অনুষ্ঠিত  

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদে খাতভিত্তিক বাজেট নির্ধারণ, বৃদ্ধি ও তা বাস্তবায়নের বিষয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে “মিম” কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন সুশীল সমাজ দলের প্রতিনিধি মো. খলিলুর রহমান।

জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদাভিত্তিক খাত তৈরী, বাজেট বৃদ্ধি, বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক এ সংলাপে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ দলের প্রতিনিধি ও সিপিপি’র প্রতিনিধিরা ও বিভিন্ন গনমাধ্যমকর্মী অংশ গ্রহন করেন।

বিষয়ভিত্তিক আলোচনা করেন ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশ’র অর্থায়নে র্ডপ এর ইভল্ভ প্রকল্পের সমন্বয়কারি প্রতিভা বিকাশ সরকার, র্ডপ ইভল্ভ প্রজক্টের ফিল্ড ফেসিলিটেটর চুমকি রায় ও আবু তাহের।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, ইউনিয়ন পরিষদের সচিব মো. ফারুক হোসেন, মো. সালাহউদ্দিন, সিসিডিবি উপজেলা সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন। 

   


পাঠকের মন্তব্য