ইতিহাসে এই দিন

  • ১৭৪১ সালের এই দিনে ‍যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমী স্থাপিত হয়।
  • ১৭৭২ সালের এই দিনে ওয়ারেন হেস্টিংস বাংলার গবর্নর নিযুক্ত হন।
  • ১৮৫৫ সালের এই দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃত ‘বর্ণ পরিচয়’ প্রথম প্রকাশিত হয়।
  • ১৮৯৩ সালের এই দিনে গোকুল দাস ও দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশিত হয়।
  • ১৯০৬ সালের এই দিনে আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকেটের জন্ম।
  • ১৯১৯ সালের এই দিনে রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকা- সংঘটিত হয়।
  • ১৯১৯ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৩৯ সালের এই দিনে নোবেলজয়ী (১৯৯৫) আইরিশ কবি সিমাস হিনির জন্ম।
  • ১৯৪১ সালের এই দিনে নোবেলজয়ী (১৯৮৫) মার্কিন জীববিজ্ঞানী মাইকেল স্টুয়ার্ট ব্রাউনের জন্ম।
  • ১৯৬৪ সালের এই দিনে ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন ।
  • ১৯৬৬ সালের এই দিনে ইরাকের প্রেসিডেন্ট কর্নেল আব্দুস সালাম আরেফ এক বিমান দূর্ঘটনায় নিহত হন।
  • ১৯৭৫ সালের এই দিনে লেবাননের গৃহ যুদ্ধের সময় খৃষ্টান উগ্রবাদী ফ্যালানজিষ্ট দলের আধাসামরিক বাহিনী একটি বাসে হামলা চালালে ৩০ জন ফিলিস্তিনী নিহত হয়।
  • ১৯৭৫ সালের এই দিনে বৈরুতে মুসলামান ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয়।
  • ১৯৯৭ সালের এই দিনে আইসিসি ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
  • ২০০৪ সালের এই দিনে সুপারসনিক বিমান কনকর্ড শেষবারের মতো আকাশে ওড়ে ।
  •    


    পাঠকের মন্তব্য