ইতিহাসে এই দিন

  • ১৪৫২ সালের এই দিনে ইতালীর কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ফ্লোরেন্সের অদূরবর্তী ভিঞ্চি নগরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন ।
  • ১৭০৭ সালের এই্ দিনে সুইজারল্যান্ডের প্রখ্যাত ডাক্তার, নক্ষত্র ও গণিতবিদ লিওনার্দ ইউলার জন্ম গ্রহণ করেন ।
  • ১৭৬৫ সালের এই দিনে রাশিয়ার বিখ্যাত কবি , সাহিত্যিক ও বিজ্ঞানী মিখাইল ভেসিলিভিচ লোমোনোসোভ মৃত্যুবরণ করেন ।
  • ১৯৭৬ সালের এই দিনে আমেরিকা লিবিয়ার ত্রিপলি এবং ইয়ানগাজীতে হামলা চালায় ।
  • ১৯১২ সালের এই দিনে উত্তর আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ডে বিখ্যাত টাইটানিক জাহাজ ২২২৪ জন ত্রু যাত্রী নিয়ে ডুবে যায় ।
  • ১৯৭২ সালের এই দিনে উত্তর ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমা হামলা চালায় ।
  • ১৯৯৭ সালের এই দিনে মিনায় হাজি ক্যাম্পে অগ্নিকান্ডে ৩৪৩ জন হাজির মৃত্যু হয় ।
  •    


    পাঠকের মন্তব্য