ইতিহাসে এই দিন

  • ৭৯ সালের এই দিনে রোমান সম্রাট ভেসপসিয়ানের মৃত্যু।
  • ৯৩০ সালের এই দিনে পৃথিবীর প্রাচীনতম সংসদ আইনল্যান্ড সংসদের যাত্রা শুরু।
  • ১৫৩৬ সালের এই দিনে জেনেভায় ফ্রান্সের প্রোটেস্টেন্ট ধর্মতত্ত্ব বিশারদ জন কেলভিনের সংস্কার আন্দোলন শুরু হয়।
  • ১৭২৪ সালের এই দিনে রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষর।
  • ১৭৫৭ সালের এই দিনে পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি রবার্ট কাইভের কাছে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটলে বাংলায় ইংরেজ শাসনের সূত্রপাত হয়।
  • ১৭৫৭ সালের এই দিনে ঐতিহাসিক পলাশীর যুদ্ধ শুরু হয়।
  • ১৭৬৩ সালের এই দিনে ফ্রান্সের সম্রাজ্ঞী, নেপোলিয়ন বোনাপোর্টের স্ত্রী জোসেফিনের জন্ম।
  • ১৮৪৭ সালের এই দিনে বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী নেতা আনন্দমোহন বসুর জন্ম।
  • ১৮৬০ সালের এই দিনে উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়।
  • ১৮৬৭ সালের এই দিনে ‘বঙ্গীয় শব্দকোষ’ অভিধান রচয়িতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
  • ১৮৮৯ সালের এই দিনে রুশ মহিলা কবি আন্না আখমাতোভার জন্ম।
  • ১৯১২ সালের এই দিনে অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ এর জন্ম।
  • ১৯২৬ সালের এই দিনে নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন।
  • ১৯৩৪ সালের এই দিনে সাত সপ্তাহ সীমান্ত যুদ্ধের পর সৌদি আরব ও পরাজিত ইয়েমেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর।
  • ১৯৩৬ সালের এই দিনে প্রাবন্ধিক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর জন্ম।
  • ১৯৩৯ সালের এই দিনে ফ্রান্স, সিরিয়ার ইসকেনদেরুন বন্দরকে তুরস্কের নিয়ন্ত্রণে ছেড়ে দেয়।
  • ১৯৪১ সালের এই দিনে সোভিয়েত লাল ফৌজ জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরু করে।
  • ১৯৪৯ সালের এই দিনে হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন।
  • ১৯৪৯ সালের এই দিনে মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়।
  • ১৯৫০ সালের এই দিনে সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়।
  • ১৯৬৫ সালের এই দিনে : কর্নেল জমাল আবেদেল নাসের মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত।
  • ১৯৭২ সালের এই দিনে জিনেদিন জিদান, ফরাসি ফুটবল খেলোয়াড় এর জন্ম।
  • ১৯৭৮ সালের এই দিনে অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়।
  • ১৯৮০ সালের এই দিনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনার নিহত।
  • ১৯৮০ সালের এই দিনে ইংরেজ মডেল ও গায়িকা জেসিকা টেলর এর জন্ম।
  • ১৯৮৫ সালের এই দিনে টরেন্টো থেকে বোম্বে যাবার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ আটলান্টিক সাগরে বিধ্বস্ত। ৩২৯ যাত্রীর সবাই নিহত।
  • ১৯৮৯ সালের এই দিনে ১৪ বছর গৃহযুদ্ধের পর আঙ্গোলায় যুদ্ধ বিরতি হয়।
  • ১৯৯৪ সালের এই দিনে ২০ বছর পর দক্ষিণ আফ্রিকার পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ।
  • ১৯৯৬ সালের এই দিনে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
  • ১৯৯৮ সালের এই দিনে পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।
  •    


    পাঠকের মন্তব্য