মোরেলগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২২-২০১৩ অর্থবছরে বোরো আবাদ বৃদ্ধি ও অনাবাদী জমি আবাদের আওতায় আনার লক্ষে ১৫ শ’ চাষীর মাঝে বীজ ও সার বিতরণের মধ্য দিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। 

উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা ভাইসচেয়ারম্যান মো. মোজাম্মেল হক,  মহিলা ভাইসচেয়ারম্যান ফাহিমা খানম।

স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী। বক্তব্য দেন সাংবাদিক নেতা মেহেদী হাসান লিপন, এইচ.এম শহিদুল ইসলাম। কৃষকদের মধ্যে বক্তব্য দেন  ইকবাল হোসেন, কারিমা সুলতানা। অনুষ্ঠান শেষে ১৫শ’ চাষীর মাঝে বিজ ও সার বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, উপজেলার ৫হাজার ৬শ’ চাষীর মাঝে মাঝে সার ও বিজ বিতরণ করা হবে। এর মধ্যে ১৭ শ’ চাষীর মাঝে ২ কেজি করে হাইব্রিট ধান বীজ এবং ৩ হাজার ৯শ’ উপসি ফসল চাষীর মাঝে ৫ কেজি বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হবে। 

   


পাঠকের মন্তব্য