জাবিতে ধর্ষণের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের বিচারের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।   

আজ (রবিবার) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রক্টর অফিস ঘুরে নতুন রেজিস্ট্রার ভবনে এসে শেষ হয়। এ সময় তাদেরকে ধর্ষনের বিচার চাই, নিপীড়নের তালবাহানা মানি না মানব না, ধর্ষক যেখানে লড়াই হবে সেখানে এমন স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, 'প্রত্নতত্ত্ব বিভাগে ধর্ষনের অভিযোগের ঘটনায় ৩ মাস তদন্তের পর সিন্ডিকেটে তদন্ত রিপোর্ট পাঠানো হয়। কিন্তু ৮ তারিখের সিন্ডিকেট সভায় এ বিষয়ে কোন সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে প্রশাসনের বক্তব্য হলো সিন্ডিকেটে অনেক গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকার কারণে এ বিষয়ে আলোচনা করা সম্ভব হয়নি।'

একজন শিক্ষার্থীর উপর ধর্ষণের অভিযোগ কেন গুরুত্বপূর্ণ হয় না বলে তিনি প্রশ্ন তুলেন।

এ সময় তিনি আরো বলেন, 'আগামী সিন্ডিকেটে অথবা বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দোষীর শাস্তি নিশ্চিত না করলে আমরা তীব্রতর আন্দোলনের ডাক দেব।'

এ সময় চলচ্চিত্র আন্দোলনের সুদিপ্ত দে বলেন, 'এ ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত দুইজন শিক্ষার্থী জড়িত। এ জাতীয় ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ ও শাস্তি নিশ্চিত করতে হয় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নিশ্চিত করতে পারছে না।'

এ ঘটনায় একটু সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীর শাস্তি নিশ্চিতের দাবী জানিয়ে তিনি আরো বলেন, 'প্রশাসন ও সরকার দলের সাহায্য নিয়ে রাজনৈতিকভাবে বিচার প্রক্রিয়াকে বন্ধ করে দেওয়ার জন্য ভিক্টিমকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। এ নিপিড়ীনের ঘটনায় অতিদ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে আন্দোলনকে আরো বেগবান করব।'

উল্লেখ্য যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের এক ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। অভিযুক্ত রাকিব আহমেদ প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের (৪৬ ব্যাচ) ছাত্র।  এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নীপিড়ন বিরোধী সেলে গত ২১ আগস্ট একটি অভিযোগ দায়ের করা হয়।

   


পাঠকের মন্তব্য