শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা

উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম

উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। 

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। 

এসময় উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, ৭১ এর এই দিনে পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে এদেশের সর্বোচ্চ মেধাবীদের হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার প্রয়াস চালায়। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি৷ শহীদদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে শিক্ষাদীক্ষায় ও জ্ঞান-বিজ্ঞানে দেশকে এগিয়ে নিতে হবে। 

এ সময় অন্যান্যদের মধ্যে প্রো-উপাচার্য অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোতাহার হোসেন, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানসহ, শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য