গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে

পটুয়াখালীর গলাচিপায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসা. আরজু আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিল্টন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত কুমার মলয় ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী। 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি তুলে ধরে আলোচনা করেন বক্তারা। 

   


পাঠকের মন্তব্য