সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শিক্ষা অধিদপ্তর

সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শিক্ষা অধিদপ্তর

সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শিক্ষা অধিদপ্তর

সাতক্ষীরার কলারোয়ায় মাদক লেনদেনের ২লাখ ৭০হাজার টাকা আত্নসাৎ করায় এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (৩১জানুয়ারী) দুপুরের দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা অফিসার (আইন কোষ) মো: শামীম ভূঞা সরেজমিনে  তদন্তের জন্য কলারোয়ায় আসেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে-কলারোয়া উপজেলা রিসোর্স সেন্টারের ডাটা এন্ট্রি অপারেটর কামরুজ্জামানের বিরুদ্ধে মাদক বেচা কেনা অভিযোগ তোলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈ খালি গ্রামের মাজেদ মল্লিক এর ছেলে আ: গফুর। 

অভিযোগে বলা হয়-কলারোয়া রিসোর্স সেন্টারের ডাটা এন্ট্রি অপারেটরের কামরুজ্জামান সরকারি চাকুরীর আড়ালে মাদক সিন্ডিকেট গড়ে তোলে। তার বাড়ী সাতক্ষীরার রসুলপুর হওয়ায় সে ফেনসিডিল, ইয়াবা, নেশা জাতীয় ঔষুধ, ইনজেকশান এনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। 

কামরুজ্জামান ইয়াবা ও গাজা বিক্রয়ের জন্য ২লাখ ৭০হাজার টাকা নেয় আ: গফুর নিকট থেকে। সে দীর্ঘ দিন ধরে ইয়াবা ও গাজা না দিয়ে ২লাখ ৭০হাজার টাকা আত্নসাৎ করায় আঃ গফুর টাকা ফেরৎ চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লিখিত ভাবে অভিযোগ করেন। যার প্ররিপ্রেক্ষিতে শিক্ষা অধিদপ্তর তদন্ত শুরু করেছেন।

   


পাঠকের মন্তব্য