বিএনপির সমাবেশ সফল করতে তারাকান্দায় প্রচার পত্র বিতরণ 

তারাকান্দায় প্রচার পত্র বিতরণ 

তারাকান্দায় প্রচার পত্র বিতরণ 

ময়মনসিংহ নগরীতে বিভাগীয় বিএনপির সমাবেশ সফল করার লক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর তারাকান্দার আসনের নেতা মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে ক্রমে আজ শুক্রবার বিকেলে তারাকান্দা উপজেলা সদরের বিভিন্ন মোড়ের দোকানদার ও পথচারীদের মাঝে প্রচার পত্র বিতরণ করা হয়।

প্রচার পত্র  বিতরণে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার ও মাসুদ রানা খান,তারাকান্দা উপজেলা বিএনপির নেতা আসাদ মন্ডল,শাজেদুল করিম খোকন, ড়াঃ আজিজুল হক,তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন, যুগ্ম আহবায়ক ফজলুল হক, জহিরুল হক আল আমিন, শামীম আহমেদ,মৎস্য জীবীদলের সদস্য সচিব শাকিব খান প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা বাস্তবায়ন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, বিদ্যুৎ,গ্যাসের দাম কমানো ও দমন, নিপীড়ন, নির্যাতন বন্ধ, গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী কাল (৪ফেব্রুয়ারি) বেলা ২ টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

   


পাঠকের মন্তব্য