কবি নজরুল কলেজে সিঙ্গেল এসোসিয়েশন নতুন নেতৃত্বে ঘোষণা 

সাজ্জাদ হোসেন  এবং সাজ্জাদ হোসেন (আকাশ)

সাজ্জাদ হোসেন  এবং সাজ্জাদ হোসেন (আকাশ)

'সিঙ্গেল এই মঙ্গল, সিঙ্গেল এই শক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ব্যতিক্রমধর্মী সংগঠন সিঙ্গেল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করে সরকারি কবি নজরুল কলেজ। কমিটির নতুন নেতৃত্বে আসেন সভাপতি- সাজ্জাদ হোসেন  এবং সাধারণ সম্পাদক- সাজ্জাদ হোসেন (আকাশ) কবি নজরুল সরকারি কলেজ সিঙ্গেল কমিটির নীতিমালা মেনে আগামী ১ বছরের জন্য ৯ জন উপদেষ্টা মগুলির সদস্য মিলে এই কমিটি ঘোষণা করেন। 

এছাড়া নর্বনির্বাচিত কমিটির নতুন নেতৃত্ব যারা আছেন  সহ-সভাপতি মোজাফফর  ইসলাম ইমন, শেখ রিমন আরমান, মোঃ আল আমিন, দেলোয়ার হোসেন টিটু, সাকার মোহাম্মদ রিফাত, বাসার আল মাহমুদ, ফাতেমা 

যগ্মসাধারন সম্পাদক : ফিদবি, খালেদুল ইসলাম সোহান, ফয়জুর রহমান নাঈম, রাইয়ান ইসলাম, আশরাফ সরকার জয়, আনুয়ার হোসেন আনু, জায়ান জামান, মুন্নি আক্তার আখি, সাংগঠনিক সম্পাদক: রুদ্র দেবনাথ, আশফাক আহমেদ, সুজন আহমেদ, কাজী মুরাদ, নাইমুর ইসলাম, আয়ান, মুহবুব, মশিউর রহমান, রবিন প্রচার সম্পাদকঃ আনিছুর রহমান আশিক, ও রোমান হাসান, দপ্তর সম্পাদকঃ জান্নাতুল ফেরদাউস আলো।

নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (আকাশ) গণমাধ্যমকে বলেন, আসলে সিঙ্গেল থাকার প্রয়োজন আছে। কারণ নিজেকে জানার জন্য হলেও সময় দরকার, সেজন্য একা থাকার কোনো বিকল্প নেই। যারা সিঙ্গেল আছেন তারা উদ্দেশে বলি, সিঙ্গেল বা একা থাকা মানেই একাকিত্বে থাকা নয়, বরং এটাই ভালো সুযোগ যে সমাজের মিথ্যে ভালোবাসার চেয়ে নিজেকে সময় দিয়ে নিজের জন্য কিছু করা। নিজের পছন্দ অনুযায়ী কাজ করা যেখানে থাকবেনা কোনো পিছুটান। প্রতিবছরের মতো এবছর কবি নজরুল সরকারি কলেজ সিঙ্গেল কমিটি ১৪ ফেব্রুয়ারী উপলক্ষে প্রেমবিরোধী নানা কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে।

পরবর্তীতে বিভিন্ন স্লোগানী মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস একটা একটা কাপল ধর ধইরা ধইরা সিঙ্গেল কর এরকম বিভিন্ন ধরনের স্লোগান। 

   


পাঠকের মন্তব্য