মোরেলগঞ্জে খাবারে চেতনানাশক ওষুধ; পরিবারের অজ্ঞান ৫ 

উপজেলার খাউলিয়া ইউনিয়ন

উপজেলার খাউলিয়া ইউনিয়ন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে চেতনানাশক পদার্থ মেশাানো রাতের খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েছেন এক পরিবারের ৫ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। অসুস্থদেরকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয় সূত্র জানায়, উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের ইজিবাইক চালক আলাউদ্দিন মোল্লাসহ তার পরিবারের লোকজন মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে রাতের খানা খাবার পর পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশি ও স্বজনরা রাত ১২ টার দিকে অজ্ঞান অবস্থায় তাদেরকে উদ্ধার  করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চেতনা নাশক পদার্থ মেলানো খাবার খেয়ে অসুস্থ্যরা হলেন, আলাউদ্দিন মোল্লা (৩৮), তার স্ত্রী শিরিন বেগম (৩২), মেয়ে ওইশি মনি (১৫), ছেলে আরাফাত হোসেন(১০) ও শ্বাশুড়ি হাসিনা বেগমকে (৫৫)।

আলাউদ্দিন মোল্লার স্বজনরা জানান, পরিবারের সবাইকে অজ্ঞান করে বাড়ির মালামাল লুটের উদ্দেশে অজ্ঞাত দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনানাশক পদার্থ মিশিয়ে রেখেছিলো ওই খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

   


পাঠকের মন্তব্য