উন্নয়নে রাজনীতির সাথে সংস্কৃতির মেলবন্ধন জরুরি

সংসদ সদস্য আসাদুজ্জামান নূর

সংসদ সদস্য আসাদুজ্জামান নূর

মোজাম্মেল হক হৃদয়, বেরোবি প্রতিনিধি : বাংলাদেশের উন্নয়নের জন্য রাজনীতির সাথে সাথে সংস্কৃতির চর্চা ও রাজনীতির সাথে সংস্কৃতির মেলবন্ধন জরুরি বলে উল্লেখ করেছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সাংস্কৃতিক চর্চা করে দেশে অসাম্প্রদায়িক চেতনাকে বাঁচাতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) কর্তৃক আয়োজিত প্রথম 'বসন্ত উৎসব' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতি মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা এবং অসাম্প্রদায়িক মনোভাব তৈরী করে। সংস্কৃতিবিহীন রাজনীতি দেশের উন্নয়নকে তরান্বিত করে তাই দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে নিতে রাজনীতির সাথে সংস্কৃতি চর্চা জরুরি।আমাদের সংস্কৃতিই আমাদের বাঙালী হিসেবে সারাবিশ্বের কাছে অসাধারণ করে রেখেছে।

তিনি বলেন,বাংলাদেশের স্বাধীনতার পর দেশের সবচেয়ে উন্নয়ন ঘটেছে বর্তমান সরকারের সময়ে। এই উন্নয়নের নেপথ্যে রয়েছে বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালনা করা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হলে আমাদের প্রত্যেকের মাঝেই সংস্কৃতির চর্চা থাকতে হবে।দেশের সর্বোচ্চ উন্নয়নের জন্য অসাম্প্রদায়িক চেতনাকে বুকে ধারণ করে সংস্কৃতি ও রাজনীতির সংমিশ্রণ করে দেশের উন্নয়নমূলক কাজে নিয়োজিত থাকতে হবে।কেননা জাতির পিতা নিজেও সংস্কৃতির বিকাশ ও লালনের কথা বলতেন।

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসিবুর রশীদ বলেন, শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও সংস্কৃতির চর্চা করতেই এই আয়োজন। বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা, সংগীত বিভাগ না থাকলেও শিক্ষার্থীরা তাদের নিজেরদের প্রচেষ্ঠায় যে সংস্কৃতির চর্চা করে যাচ্ছে তা প্রশংসার দাবিদার এবং তাদের এই প্রচেষ্টাকে সাংগঠনিক রুপ দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং প্রতিবছরই এমন আয়োজন করা হবে।

বেগম রোকেয়া বিশ্বিবদ্যালয়, রংপুর কর্তৃক আয়োজিত এই 'বসন্ত উৎসব' অনুষ্ঠানে বাঙালীর জাতির সাথে বসন্তের যে সম্পর্ক, বাঙালীর সংস্কৃতির সাথে বসন্তের যে বন্ধন এবং দেশের উন্নয়নে সংস্কৃতি চর্চা  যে জরুরি সে সম্পর্কে আসাদুজ্জামান নূরের পাশাপাশি বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা,কোষাধ্যক্ষ ড. মজিব উদ্দিন আহমদ, কলা অনুষদের ডিন অধ্যাপক তুহিন ওয়াদুদ, সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক শরিফুল ইসলাম, বসন্ত উৎসব' অনুষ্ঠানের আহবায়ক নিতাই কুমার ঘোষ।

প্রথমবারের মতো আয়োজিত  'বসন্ত উৎসব' অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিল্পগোষ্ঠীর পাশাপাশি রংপুরের বিভিন্ন শিল্পী ও শিল্পীগোষ্ঠী গান ও নৃত্য পরিবেশনা করে।

   


পাঠকের মন্তব্য