নন্দীগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রায়হানুল ইসলাম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রায়হানুল ইসলাম

‘স্মার্ট লাইফস্টক স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা প্রণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনী উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রায়হানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, ডা. শর্মী দাশের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. শরিফুল ইসলাম ও খামারি রেজাউল করিম বাবু প্রমুখ। 

এরপর খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

   


পাঠকের মন্তব্য