সুন্দরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

সুন্দরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

সুন্দরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

ব্যাপক কর্মসূচির মধ্যেদিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ইউনিয়ন পরিষদ, ব্যাংক বীমা, রাজনৈতিক অঙ্গ-সংগঠন ভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে। 

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা, র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, তবারক বিতরণ ও দোয়া মাহফিল। 

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার। 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিম, থানা অফিসার কেএম আজমিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমূখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

   


পাঠকের মন্তব্য