আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদের খাদ্য সামগ্রী দিলেন এ্যাড. মুকুল  

গণমানুষের নেতা আলহাজ্ব এ্যাড. মু: ফখরুল ইসলাম মুকুল

গণমানুষের নেতা আলহাজ্ব এ্যাড. মু: ফখরুল ইসলাম মুকুল

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ৮নং ওয়ার্ড মুসলিম পাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ০৭ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৭ মার্চ) দুপুর ১২ টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গলাচিপা -দশমিনা উপজেলার গণমানুষের নেতা আলহাজ্ব এ্যাড. মু: ফখরুল ইসলাম মুকুল নিজ অর্থায়নে এ খাদ্য সামগ্রী প্রদান করেন। 

এসময় প্রতিটি পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, মসুর ডাল ও খাবার লবন দেয়া হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন, গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাহেব আলী মাতুব্বর, সংরক্ষিত ওয়ার্ডের (৭,৮,৯) মহিলা কাউন্সিলর মোসা: রোজিনা আক্তার, ২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সরোয়ার আঁখী,  যুবলীগ নেতা শহিদুল ইসলাম, যুবলীগ নেতা মফিদুল ইসলাম, যুবলীগ নেতা নজরুল ইসলাম, পৌর কৃষক লীগের সদস্য সচিব বাদল পাল, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শিমুল দেবনাথ ও কৃষক লীগ নেতা জুয়েল সিকদার প্রমুখ। 

বিতরণ শেষে এ্যাডভোকেট মু: ফখরুল ইসলাম মুকুল সাংবাদিকদের বলেন, 'আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুঃখী মানুষ নিয়ে ভাবতেন। তাদের স্বপ্ন পূরণ ছিলো তার একমাত্র উদ্দেশ্য। সে হিসেবে আমরাও সবসময় চেষ্টাও করি দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। তার অংশ হিসেবে আজকে আমি এখানে এসেছি। ক্ষতিগ্রস্তদের অবস্থা দেখে মনে হয়েছে আগুনে তাদের সর্বশান্ত করে দিয়ে গেছে। আমরা যে যার স্থান থেকে তাদের পাশে দাঁড়াবো এবং ভবিষ্যতেও সহযোগিতা করবো।'

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে লতিফ মিয়া, ওজোর আলী, নুরুল ইসলাম, সৌরভ আলী, শামসুল হক খানের ঘর সহ ৭টি ঘর পুড়ে ছাই হয়। 

   


পাঠকের মন্তব্য