“কাজ করতে যারা ভালোবাসে তাদেরই কিন্তু ক্ষমতায় আনা উচিৎ” 

সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম

সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম

“যারা কাজ করতে ভালবাসে তাদেরি কিন্তু ক্ষমতায় আনা উচিৎ” ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদেও এককালীন আর্থিক সহায়তা, ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরাকারি এতিমখানায় অনুদান, প্রতিবন্ধী ব্যাক্তিদেরও মাঝে হুইল চেয়ার বিতরণ,পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের ঋণ প্রদান ও পল্লী সমাজসেবা কার্যক্রমের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় ও চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম এই কথা বলে। 

১১ মার্চ ২০২৩ খ্রিঃ রোজ শনিবার সকাল ১০:৩০ ঘটিকার সময় চন্দনপাট হাই স্কুল প্রাঙ্গণে রংপুর সদর উপজেলা পরিষদ ও রংপুর সদও উপজেলা সমাজসেবার কার্যালয়ের য়ৌথ  আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদেও এককালীন আর্থিক সহায়তা, ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরাকারি এতিমখানায় অনুদান, প্রতিবন্ধী ব্যাক্তিদেও মাঝে হুইল চেয়ার বিতরণ,পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের ঋণ প্রদান ও পল্লী সমাজসেবা কার্যক্রমের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় ও চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের  সভাপতিত্তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত ছিলেন রঙপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ মোশাররফ হোসেন, রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগম, রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপরিচালক মোঃ আব্দুল মতিন, রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি, রংপুর সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ মাসুদার রহমান মিলন, রংপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কাজলী বেগম, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জাতীয় পাটি রংপুর জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন লিটন, রংপুর সদর উপজেলার আওয়ামী লীগ শাখার সভাপতি মোঃ হুমায়ন কবীর, রংপুর সদর উপজেলার আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক এ. কে. এ, হালিমুল হক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, যারা কাজ করতে ভালবাসে তাদেরি ক্ষমতা দেওয়া বা তাদেরি কিন্তু ক্ষমতায় আনা উচিৎ। তিনি আরো বলেন আমরা সারা বাংলাদেশে ৫৭ হাজার মানুষকে বয়স্কভাতা প্রদান করছি। এই বছর আমরা কোন বরাদ্দ পাই তবে বরাদ্দ এলে রংপুর বৃদ্ধি করার কথা বলতে হবে না বলে জানান তিনি।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্তের বক্তব্যে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, আমরা যে টার্গে আগাচ্ছি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট দেশ। তার অন্যতম বা প্রধানদৃষ্টি হচ্ছে স্মাট’ সিটিজেন। তিনি আরো বলেন, আমি আমার সামনে উপকার ভোগী বা গ্রহিতাদের বলছি আপনারা একটি গ্রহণ করে দ্বিতিয়টি ছেড়ে দিবেন যেন সবাই সমান ভাবে পেতে পারে।

ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদেও এককালীন আর্থিক সহায়তা, ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরাকারি এতিমখানায় অনুদান, প্রতিবন্ধী ব্যাক্তিদেরও মাঝে হুইল চেয়ার বিতরণ,পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের ঋণ প্রদান ও পল্লী সমাজসেবা কার্যক্রমের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় শেষে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ০৪ জন রোগীকে ৫০ হাজার টাকার করে ২ লক্ষ টাকার চেক প্রদান করা। শরীফিয়া শিশু সনদ (এতিম খানায়) ৯২ জন এতিম বাচ্চাদেও জন্য ৪ লক্ষ ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

রংপুর সদও উপজেলা পরিষদ কর্তৃক ১৩ জন প্রতিবন্ধীদেও মধ্যে হুইল চেয়ার বিতারণ  করা হয়। পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের (আর.এম.সি) বিনিয়োগকৃত ঋণ স্কমের আয়োতায়  ৭ জন গ্রহীতাকে ২ লক্ষ ১০ হাজার টাকার চেক প্রদান সহ দগ্ধ ও প্রতিবন্ধী ব্যাক্তিদেও পুনবার্সন কার্যক্রমের বিনিয়োগকৃত ঋণ স্কীম গ্রহীতার  সফিকুল ইসলাম নামে একজন ব্যাক্তি ৩০ হাজার টাকা প্রদান করা হয়। 

   


পাঠকের মন্তব্য