কানাইপুরে অটোরিক্সায় ভোট চাইলেন আ'লীগের নেতৃবৃন্দ

কানাইপুর ইউনিয়ন পরিষদ

কানাইপুর ইউনিয়ন পরিষদ

ফরিদপুর সদরের আলোচিত কানাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় অটোরিক্সা মার্কায় ভোট চেয়েছেন কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ জেলা যুবলীগ ও ছাত্রলীগ। তারা আওয়ামী লীগের ডিজিটাল প্রতীক হিসেবে অটোরিক্সা প্রতীক বলে দাবি করে ভোট চান। 

তারা জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চূড়ান্ত মনোনীত সর্বশেষ প্রার্থী ফকির মোঃ বেলায়েত হোসেন। কিন্তু ষড়যন্ত্রের জন্য আইনি জটিলতার কারনে নৌকা প্রতিক ভাগ্যপ্রসন্ন হয়নি। ১৩ মার্চ সোমবার বিকেলে কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফকির মোঃ বেলায়েত হোসেনের নির্বাচনী প্রচারণা সভায় এমন মন্তব্য করে ভোট চান নেতৃবৃন্দ। এ সময় নির্বাচনী প্রচারণা এক পর্যায়ে জনসমুদ্রে রুপ নেয়।

এ জনসভায় মধ্যমণি হিসেবে অটোরিক্সা মার্কায় ভোট চান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফকির মোঃ বেলায়েত হোসেন। তিনি বলেন, আমার প্রতীক অটোরিক্সা মার্কা। আমার কষ্ট আমি ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছি। কিন্তু আজ আইনি জটিলতার কারনেই আমাকে অটোরিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করতে হচ্ছে। আজ নৌকা মার্কার বিকল্প হচ্ছে অটোরিক্সা মার্কা, কানাইপুরের জন্য এটা জননেত্রী শেখ হাসিনার মার্কা। আপনারা বিব্রত হবে না। ১৬ তারিখে অটোরিক্সা মার্কায় ভোট দিবেন আপনারা।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য বিপুল ঘোষ। এছাড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শওকত আলী জাহিদ, সাংবাদিক প্রবীর শিকদার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মোঃ শাহ সুলতান রাহাত, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারন সম্পাদক ফাহিম আহমেদ সহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যেকালে বিপুল ঘোষ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দকে না দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা সমস্যা সমাধানের জন্য বলেছিলেন। কই, আজতো আপনাদের দেখতেছি না। আপনারা কি চান? নির্দেশনা আসার পরেও কানাইপুরের ষড়যন্ত্র থামেনি। রাজনীতি কি গরু-ছাগলের হাট? আপনাদের হুশ হওয়া দরকার। আপনারা দল নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে তামাশা করতে পারেন না।

তিনি কামাল হোসেনকে উদ্দেশ্যে করে বলেন, সর্বশেষ মনোনয়ন বেলায়েত হোসেনকে দেয়া হয়েছে। এটা শুনার পরে আপনি অসুস্থ হয়ে পড়েছেন। আপনি এই তামাশার সাথে জড়ায়েন না। কিছু মতলববাজ লোক টাট্টু ঘোড়ার মতো আপনার ঘাড়ে উঠেছে। আপনি তাদের ঘাড়ে নিয়েন না, ঘাড় থেকে নামিয়ে দেন।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক হোসেন অটোরিক্সা মার্কায় ভোট চেয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ মনোনীত প্রার্থী বেলায়েত হোসেন। কিন্তু ষড়যন্ত্রের কবলে পড়ে ভাগ্যপ্রসন্ন আইনী জটিলতায় নৌকা প্রতীক পাওয়া হয়নি। আমিও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলাম  কিন্তু আমার মার্কা ছিলো আনারস। সুতরাং, আগামী ১৬ই মার্চে অটোরিক্সা মার্কায় সকলে ভোট দিবেন, জয় আমাদের সুনিশ্চিত।

জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শওকত আলী জাহিদ বলেন, আওয়ামী লীগের ডিজিটাল মার্কা অটোরিক্সা। বেলায়েত হোসেনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হয়নি। এখনও যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করছেন, তারা ফিরে আসুন। তা-না হলে ভয়াবহ পরিণতি হবে। আমাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নেয়া উচিৎ। এখনও সময় আছে প্রার্থীতা প্রত্যাহার করুন।

জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ বলেন, জননেতা আব্দুর রহমানের নির্দেশনায় বেলায়েত হোসেনের পক্ষে জেলা ছাত্রলীগ আগামী ১৬ই মার্চ পর্যন্ত মাঠে থাকবে। কানাইপুরের নির্বাচন ঘিরে অনেক নাটক হয়েছে। কোনো ষড়যন্ত্র ও হুমকি-ধামকি দিয়ে কাজ হবে না। আজকের জনসভা বলে দিচ্ছে, বেলায়েত হোসেনের বিপক্ষে নির্বাচনে তারা জমানত হারাবে। ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। তাই বলতে চাই, কামাল হোসেন সাহেব প্রার্থীতা প্রত্যাহার করুন।

এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল এসে নির্বাচনী প্রচারণা সভা জনসমুদ্রে রুপ নেয়। এ জনসভা চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

   


পাঠকের মন্তব্য