ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পল্লী কবি জসীমউদ্দীনের ৪৭ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। 

এ উপলক্ষে ১৪ মার্চ সকাল ৮ টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয় ও জেলা সাহিত্য সাংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে শহরের গোবিন্দপুরে কবিব কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে কবির বাড়ীর আঙ্গীনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ আব্দুল্লাহ বিন কালাম, প্রফেসর এম এ সামাদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পল্লীকবি জসীম উদদীন বাংলার অপরূপ সৌন্দর্য তার সাহিত্য ও কবিতার মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরেছেন। রুপসী গ্রাম বাংলাকে তাঁরমতো ভালোবেসে অন্যকেউ সাহিত্য রচনা করেননি। তিনি একজন বিখ্যাত বাঙালি কবি। তাকে এবং তার কর্মকে বাঁচিয়ে রাখতে আমরা বারো মাসই নানা আয়োজন করবো। আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জসীমউদ্দীন কর্ণার করা হবে। যেখানে পল্লী কবির সকল বই প্রদর্শিত হবে। কবির সকল সাহিত্য, গল্প ও কবিতা নিয়ে রমজানের পর আমরা প্রতিযোগীতার আয়োজন করবো। 

   


পাঠকের মন্তব্য