কনস্টেবল পদে চাকরি নিয়ে প্রতারণা; ফরিদপুরে গ্রেফতার ২ 

মোঃ বাচ্চু কাজী (৩০) ও কটন মিয়া (৪৬)

মোঃ বাচ্চু কাজী (৩০) ও কটন মিয়া (৪৬)

ফরিদপুরে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলমান। সে পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

গ্রেফতার দুই প্রতারক হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নলিয়া গ্রামের মোঃ বাচ্চু কাজী (৩০) ও একই গ্রামের মোঃ আলমগীর হোসেন ওরফে কটন মিয়া (৪৬)। এসময় তাদের কাছে থেকে চাকরি দেওয়ার কথা বলে নেওয়া ২ লাখ টাকা জব্দ করা হয়। ১৫ মার্চ বুধবার সকাল ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম ওই দুই প্রতারককে গ্রেফতারের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ফরিদপুর ডিসি অফিসে সামনের স্টেশন রোড থেকে বাচ্চু কাজীকে ও একই দিন বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকার শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন ওরফে কটন মিয়াকে গ্রেফতার করা হয়।  

ডিবির ওসি বলেন, ভাঙ্গার বালিয়াচড়া এলাকার এক যুবককে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ওই দুই প্রতারক বিভিন্ন সময়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেন। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। 

এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবির এই পুলিশ কর্মকর্তা।  

   


পাঠকের মন্তব্য