যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ৩৩ বছর পর গ্রেফতার

এলাহান ওরফে এনামুল হক ওরফে মো. জুয়েল

এলাহান ওরফে এনামুল হক ওরফে মো. জুয়েল

জামালপুরে ৩৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এলাহান ওরফে এনামুল হক ওরফে মো. জুয়েলকে (৬৫) আটক করেছে র‍্যাব-১৪।

বুধবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার খিলগাঁও তিলপা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এলাহান ওরফে এনামুল হক ওরফ মো. জুয়েল জেলার মেলান্দহ উপজেলার চরপলিশা এলাকার মৃত উমেদ আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১, ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার আব্দুল হাই চৌধুরী প্রেস রিলিজ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামিসহ কয়েকজন মিলে সদর থানা এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। নিহতের আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। 

এ অভিযোগের ভিত্তিতে আদালত ১৯৯০ সালের নভেম্বরে আসামি এলাহানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ১৯৮৮ সালে হত্যাকাণ্ডের পর থেকেই আসামি ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে দীর্ঘদিন আত্মগোপনে থাকে। 

ভুয়া পরিচয়পত্র তৈরি করে আসামি দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন পরিচয়ে চাকরি, শ্রমিক এবং দিনমজুরের কাজ করে। পরে র‍্যাব সদস্যরা বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামির অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক করে। পরে তাকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে।

   


পাঠকের মন্তব্য