মোরেলগঞ্জে গণহত্যা দিবস পালিত

উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান

উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান

মোরেলগঞ্জে (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বদ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

দিবসটি উপলক্ষে ২৫ মার্চ শনিবার সকাল  ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জিউধরা ইউনিয়নের লক্ষীখালী গ্রামের বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার লিয়াকত আলী খান, মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, বিআরডিবি কর্মকর্তা সামছুল হক ও আনসার ভিডিপি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।  

অপরদিকে সকাল ৯টায় জিউধরা ইউনিয়নের লক্ষীখালী গ্রামের বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, থানার ওসি মো. সাইদুর রহমান ও জিউধরা ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া তথ্য অনুযায়ী ২৫ শে মার্চ রাতের গণহত্যায় মোরেলগঞ্জের ৫টি গ্রামে ২৪০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে  লক্ষীখালী গ্রামের গোপাল চাঁদ সাধু ঠাকুরের বাড়িতে ১৬৯, চন্ডিপুর গ্রামে ২৭ জন, শাখারীকাঠি গ্রামে ৩০ জন, তেতুঁলবাড়িয়া গ্রামে ৩ জন ও দৈবজ্ঞহাটিতে ১১ জন শহীদ হয়েছিলেন। 

   


পাঠকের মন্তব্য