ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদা

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদা

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।  

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় শহরের গোয়ালচামটে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহাজান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদের চেয়ারম্যান শাহদাৎ হোসেনের নেতৃত্বে জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ কামরুল আসহান তালুকদারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী ও চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লার নেতৃত্বে সদর উপজেলা পরিষদ, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের নেতৃত্বে প্রেসক্লাব, অমিতাভ বোসের নেতৃত্বে ফরিদপুর পৌরসভা, সৈয়দ মোদাররেস আলী ইছা ও কিবরিয়া স্বপনের নেতৃত্বে বিএনপি, মনিরুল হাসান মিঠুর নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, আব্দুর রাজ্জাক মোল্লা ও সামচুল আলমের নেতৃত্বে কোতয়ালী থানা আওয়ামী লীগ, শামীম তালুকদার ও আসিবুর রহমান ফারহানের নেতৃত্বে যুবলীগ, শওকত আলী জাহিদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক নুসরাত রাসুল তানিয়ার নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, গোলাম মো. নাছিরের নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগ, তানজিদুল রশিদ রিয়ান ও ফাহিম আহমেদের নেতৃত্বে ছাত্রলীগ, রুখসানা আহমেদ মেহেবীর নেতৃত্বে যুব মহিলা লীগ, আজহারুল ইসলাম, আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, কাজী আশরাফুল হাসানের নেতৃত্বে এনজিও ফেডারেশন, জেলা ক্রীড়া সংস্থা, চেম্বার অব কমার্স, ফরিদপুর সাহিত্য সংস্কৃতি উন্নয়ন সংস্থা, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান।  

এর আগে, সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে এক মিনিট নিরবতা পালন করা হয়। সকাল ৯টায় ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন।

 

   


পাঠকের মন্তব্য