বড়শিবায় জমি সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকি

পটুয়াখালীর গলাচিপা উপজেলা

পটুয়াখালীর গলাচিপা উপজেলা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বড়শিবা এলাকায় আবুল খায়ের (২৭) এর ভোগদখলীয় রেকর্ডকৃত ও দলিলমূলে ক্রয়কৃত সম্পত্তি। জোরপূর্বক দখল চেষ্টা ও জীবননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। আকবর গাজীর (৪০) নেতৃত্বে আবু তাহের (৫৫) ও মো. শাহে আলম (৩৫) দলবদ্ধ হয়ে জমি দখল করার পায়তারা করছে বলে অভিযোগ করেন জমির মালিক আবুল খায়ের। 

এ নিয়ে গত সোমবার (৩ এপ্রিল) জীবনের নিরাপত্তা চেয়ে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জমির মালিক। যার জিডি নম্বর - ১১৮। এর আগে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলছিল উভয়ের মধ্যে। আদালতে ফৌজদারি মামলাও হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। যার মামলা নম্বর জিআর ৬৮/১৫। 

সে মামলার চূড়ান্ত রায়ে আসামি আকবর গাজী গংরা খালাস পাওয়ায় নতুন করে বিরোধ সৃষ্টির চেষ্টা করছে বলে জানান আবুল খায়ের। জিডির অভিযোগ সূত্র জানা যায়, অভিযুক্তরা আইন কানুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। দীর্ঘদিনের চলমান জমিজমার বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে বাদীর ক্ষতি সাধনের চেষ্টা করছে। 

গত সোমবার ০৩ (এপ্রিল) ২০২৩ তারিখ সকালে বড়শিবা ৭নং ওয়ার্ডে আবুল খায়েরকে বসত বাড়ীর সামনে একা পেয়ে অভিযুক্তরা জীবননাশের হুমকি ধমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। বর্তমানে তিনি জীবনাশংকায় ভুগছেন। তাই এই ঘটনায় গলাচিপা থানায় তিনি সাধারণ ডায়েরি করেছেন। 

আবুল খায়ের বলেন, গলাচিপা উপজেলার বড়শিবা মৌজার ডিপি নং ৭৪, ৭৫, ৭৬ ৭৭, ৭৮ এর হাল দাগ নং- ২০৫, ১৪৩, ২০৯, ৯০, ১০০, ৯১ দাগে আবুল খায়েরদের রেকর্ডকৃত ও কোবলা দলিলমূলে ক্রয়কৃত ১২ একর সম্পত্তি ; যা দীর্ঘবছর যাবৎ ভোগদখল ও ফসল চাষাবাদ করে আসছে। এই জমি আকবর গাজী, আবু তাহের ও মো. শাহে আলম দখল করার চেষ্টা করছে। 

তিনি বলেন, তারা ভূমিদস্যু খারাপ প্রকৃতির লোক, পূর্ব বিরোধের জেরে এখন প্রাণনাশের হুমকি দিয়েছে। পরিবার ও জীবন নিয়ে শঙ্কায় আছি৷ তাই আইনশৃঙ্খলা রক্ষাবাহীনির কাছে নিরাপত্তা চাই। এ বিষয়ে আকবর গাজীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার জমি আমি দখল করবো তাতে অন্যের কি এবং হুমকি ধমকির কথা অস্বীকার করেন। 

বড়শিবা ফারি ইনচার্জ এস আই মো. মোক্তার হোসেন ফোনে বলেন, এ ঘটনায় আবুল খায়ের বাদী হয়ে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার তদন্ত অফিসার হিসেবে আদালতে তদন্ত চেয়ে আবেদন করেছি। অনুমতি পেলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

   


পাঠকের মন্তব্য