পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সেবার মান বাড়াতে কনফারেন্স

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি

পাইকগাছায় গ্রাম ডাক্তারদের চিকিৎসা সেবার মান বাড়াতে অরিজিন ল্যাবরেটরীজ (আয়ু) আয়োজনে গ্রাম ডাক্তার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে

সোমবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চৌমুহনী বাজারে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা কমিটি দ্বয়ের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পূর্ণ চন্দ্র মন্ডল। স্বাগত ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা অরিজিন প্রতিনিধি অসীম কুমার মুনি। 

গ্রাম ডাক্তার আবু রায়হান শাহীনের সঞ্চালনায় এসময়ে বক্তৃতা করেন, লস্কর ইউনিয়ন কমিটির সভাপতি নরেন্দ্র নাথ রায়, চাঁদখালীর মাহিম সভাপতি মোঃ শফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ লতিফুর রহমান, রফিকুল ইসলাম, আঃ হাকিম, সুভাষ চন্দ্র মন্ডল, পিযূষ কান্তি সানা, মোঃ সদরুজ্জামান, সঞ্জয় কুমার সরদার। 

উপস্থিত ছিলেন, মোঃ আঃ খায়ের, এস এম বাসারাত হোসেন, মোঃ তাজুল ইসলাম, ননী গোপাল মন্ডল, বাবুল আলম, মোঃ মন্টু সরদার, মোঃ আছাবুর রহমান, মোঃ নূর ইসলাম, মোঃ আল আমিন, মোঃ আতাউর রহমান, রাহুল সরকার, মাহিম মুনতাসির, মিজানুর রহমান, মোঃ নিজাম উদ্দীন, মনোতোষ ঢালী, হকীম মাও মোজাফফর হোসেন সহ অন্যান্য গ্রাম ডাক্তার বৃন্দ। 

সভা শেষে গ্রাম ডাক্তার নরেন্দ্র নাথ রায় সভাপতি ও মোঃ সদরুজ্জামানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির লস্কর ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। সার্বিক সহযোগিতা করেন লস্কর ও চাঁদখালী ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি। 

   


পাঠকের মন্তব্য