ববি'র প্রেসক্লাবের সাথে আবিদ সেরনিয়াবাতের সৌজন্য সাক্ষাৎ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেসক্লাব

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেসক্লাব

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেসক্লাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) পুত্র আবিদুর রহমান সেরনিয়াবাত। 

আজ মঙ্গলবার (৯ মে) বেলা ১১.৩০ মিনিটে  বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তৃতীয় তলায় সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।এ সময় ববি প্রেসক্লাবের নেতৃবৃন্দ  তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

এসময় উপস্থিত ছিলেন ববি প্রেসক্লাবের উপদেষ্টা শফিক মুন্সি, সভাপতি (ভারপ্রাপ্ত) মাহাবুব হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যরা। 

সাক্ষাৎকারে আবিদুর রহমান বলেন, সাংবাদিকেরা হচ্ছে সমাজের দর্পন। তাদের কাছ থেকে একটি সমাজের সত্যিকার তথ্য পাওয়া যায়। সমাজের বাস্তব চিত্র সাংবাদিকেরা নিষ্ঠার সাথে তুলে ধরেন। বরিশালবাসীর চাহিদা এবং আকাঙ্খা সম্পর্কে আমরা জানতে চাই।আমি চাই আপনারা আমাদেরসহ সমাজের সকলের গঠনমূলক সমালোচনা করবেন। আপনাদের মাধ্যমেই আমরা সাধারণ মানুষের মতামত জানতে পারব এবং তাদের মতামতের গুরুত্ব দিয়ে বরিশাল তথা আমাদের সমাজের জন্য কাজ করতে পারব।

তিনি আরও বলেন, আশাকরি আপনারা কোনো ধরনের গুজব রটাবেন না এবং আমাদের কাজকে ত্বরান্বিত করতে সাহায্য করবেন। আমাদের সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় আমরা সুখী,সমৃদ্ধ ও আধুনিক বরিশাল গড়তে পারব,ইনশাআল্লাহ। 

এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার এবং শিক্ষক ও কর্মকর্তা নেতৃবৃন্দের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় যোগ দেন আবিদুর রহমান সেরনিয়াবাত। 

   


পাঠকের মন্তব্য