ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি ঘর পুড়ে ছাঁই; প্রশাসনের সহায়তা 

রাণীশংকৈল সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা

রাণীশংকৈল সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একই পরিবারের ৪ ভাইয়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা ৬ টায় উপজেলার বাজেকবসা গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময খবর পেয়ে স্টেশন ইনচার্জ নাসিম ইকবালের নেতৃত্বে রাণীশংকৈল ফায়ার সার্ভিরের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইনচার্জ বলেন, এ সময় অগ্নিকাণ্ডে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয়রা জানায় বাজে বকসা গ্রামের রাজেকুল, সাদেকুল,রফিকুল ও শফিরুল ৪ ভাই একটি বাড়িতেই বসবাস করে আসছে। ঘটনার দিন ধান সিদ্ধ করা চুলার আগুন থেকে মূল অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। এতে ৫টি গোয়াল ঘর, ৫টি রান্না ঘর, ৪টি খড়িঘর ও ১টি খড়ের গোদাসহ মোট ১৫ টি ঘর পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাণীশংকৈল সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা ও ভাইস চেয়ারম্যান শেফলি বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা

ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন এবং তাৎক্ষণিক তাদের শুকনো খাবার সামগ্রীর প্যাকেট, কম্বল ও আর্থিক সহায়তা করেন। 

   


পাঠকের মন্তব্য