ভূরুঙ্গামারীতে ঝুকিপূর্ণ ব্রীজে প্রতিনিয়ত দূর্ঘটনা; নেই সংস্কারের উদ্যোগ

বঙ্গসোনাহাট ইউনিয়নের চৌধুরী বাজার

বঙ্গসোনাহাট ইউনিয়নের চৌধুরী বাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ১০নং বঙ্গসোনাহাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন ব্রীজ ভেঙে যাওয়ায় বলদিয়া, আন্ধারীঝাড়,বলদিয়া ইউনিয়নের অসংখ্য মানুষের চলাচল ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে। ঝুকিপূর্ণ এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। 

ব্রীজটি নিকটতম প্রতিষ্ঠান বঙ্গবন্ধু দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,গনাইরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ ঝুকি নিয়ে যাতায়াত করেন।

রিক্সা চালক ফহাত বলেন, প্রতিদিন আমাদের এই রাস্তায় অনেকবার যাতায়াত করতে হয়।ব্রীজে এসে যাত্রী নামিয়ে দিতে হয়, খালি অটো নিয়ে তবুও খুব ঝুকি নিয়ে পারাপার হতে হয়। ব্রিজটি সংস্কার হলে আমাদের ভোগান্তি কমে যাবে।ঝুকিমুক্তভাবে যাতায়াত করতে পারবো।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, বন্যায় ব্রিজের উত্তর প্রান্তে অনেকটা নিচু হয়ে গেছে। মাঝমাঝি স্থান থেকে অপর প্রান্ত  উঁচু হয়ে রয়েছে। নিচু প্রান্ত থেকে ব্রিজে উঠতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে।আহত হচ্ছে অনেক যাত্রীসহ চালকরাও। 
 
 ১০ নং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন প্রজন্মকণ্ঠকে বলেন, চৌধুরী  বাজার যাওয়ার ব্রিজটির একপাশ ভেঙে গিয়ে অনেকদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন।

ব্রিজটি নির্মাণের জন্য তালিকা ভুক্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্রিজ নির্মাণ করা সম্ভব হবে, এমনটি জানিয়েছেন উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ।

   


পাঠকের মন্তব্য