রাজবাড়ীর পদ্মা এগ্রো থেকে কেজিতে বিক্রি হচ্ছে জীবন্ত গরু

রাজবাড়ীর পদ্মা এগ্রো থেকে কেজি দরে গরুর বিক্রি

রাজবাড়ীর পদ্মা এগ্রো থেকে কেজি দরে গরুর বিক্রি

পবিত্র কোরবানির ঈদ ২০২৩ উপলক্ষে রাজবাড়ীর পদ্মা এগ্রো থেকে কেজি দরে গরুর বিক্রি হচ্ছে। অনেকে ঝামেলা এড়াতে গরু কেনায় আগ্রহী হচ্ছেন ক্রেতারা। 

শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরীপুর নামক বাজারের পাশে তালুকদার বাড়িতে পদ্মা এগ্রো ফার্ম পরিদর্শনকালে জানা যায়, জীবন্ত গরুর কেজি শংকর জাতের ৫৫০ এবং দেশী গরু ৫৭৫ টাকা চাওয়া মূল্য ধরা হয়েছে ক্রেতাদের কথা বলার সুযোগ আছে। এভাবে গরু কেনাবেচা হলে ক্রেতার ঠকার আশঙ্কা নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এদিকে পরিসংখ্যান বলছেন, গত কয়েকবছরের চেয়ে এবারে রাজবাড়ীতে গৃহস্থলির পাশাপাশি খামারির কাছ থেকে কোরবানির গরু কেনার প্রতি অধিক আগ্রহ বেশি রয়েছে ক্রেতাদের। যেখানে কেজি দরে বিক্রির জনপ্রিয়তাও বেড়েছে। সেক্ষেত্রে জাত ভেদে প্রতি কেজি ৫৫০ থেকে ৫৭৫ টাকার মধ্যে দাম চাওয়া হচ্ছে।

ক্রেতাদের চাহিদার কারণে এরইমধ্যে প্রায় ৫০ টি ষাঁড় বিক্রি করা নিয়ে পদ্মা ফার্মের মালিক মোঃ মনির হোসেন মনির তালুকদার বলেন, শতভাগ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা তাদের খামারের প্রতিটি গরু লাইভ ওয়েটের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। 

এককথায় ক্রেতারা খামারে এসে তাদের গরু পছন্দ করেন, তারপর সেটিকে ওজন দিয়ে কেজিপ্রতি দর হিসাব করে দাম নির্ধারণ করা হয়। আর এতে প্রতারিত হওয়ার সুযোগ না থাকায় ক্রেতারা খুবই স্বাচ্ছন্দ্যবোধ করেন।ক্রয় কৃত গরু ঈদের আগ দিন পর্যন্ত এই ফার্মে রাখার সুযোগ আছে।

   


পাঠকের মন্তব্য